4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শিক্ষকতায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শিক্ষকতার পেশায় যোগ দিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন তিনি। ডেভিড ক্যামেরন আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর পড়াবেন।

 

রোববার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

 

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে এ ক্লাস। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্যবিষয়ক নানান বিষয়।

ইদানীং জনসমক্ষে কম আসছেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন। তাকে পাবলিক ইভেন্টগুলোতে কম দেখা যাচ্ছে। সম্প্রতি একটি স্ক্যান্ডালে জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পরই নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি।

 

ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন তথা ব্রেক্সিট থেকে যুক্তরাজ্যকে বের করে নিতে অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়া অভিবাসীবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণেও সমালোচিত ছিলেন তিনি।

 

১৯ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটিশদের ১০ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ভারত

অনলাইন ডেস্ক

পঞ্চাশোর্ধ্বদের ভ্যাকসিনের ৩য় ডোজ দেবে ব্রিটেন

অর্থনৈতিক মন্দায় বন্ধ হচ্ছে আর্গোস (Argos)