8.9 C
London
November 17, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিলো সৌদি

শিশুদের সঙ্গে নিয়ে যেসব বাবা-মা ওমরাহ পালন করতে যাবেন তাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে।

ওমরাহতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যখন ওমরাহ পালন করবেন তখন শিশুদের পাশেপাশে তাদের দেখে রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে, কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে।

হজের মৌসুম ব্যতিত বছরের যে কোনো সময় ওমরাহ করা যায়। আরবি বর্ষপঞ্জিকার জিলহজ মাসে হজ পালিত হয়ে থাকে। এ বছর হজ করেছেন প্রায় ১৮ লাখ মুসল্লি।

অপরদিকে গত বছর ওমরাহ পালন করেছিলেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি। আগামী বছর যেন দেড় কোটি মানুষ ওমরাহ করতে পারেন সেই পরিকল্পনা সাজাচ্ছে সৌদির সরকার।

গত কয়েক বছরে ওমরাহ পালনের ব্যবস্থা অনেকটাই সহজ করে দিয়েছে সৌদি। এখন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েই ওমরাহ করা যায়।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
২৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দ আইসিইউতে

বিদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা মালয়েশিয়ার