3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

মোবাইল ফোন চার্জ দেয়ার ঝামেলার শীঘ্রই অবসান ঘটতে যাচ্ছে। এমনও হতে পারে চার্জ দেয়ার বিষয়টি মানুষ ভুলে যেতে পারে। এমনটি করতে যাচ্ছে চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’। এ কোম্পানিটি আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। নতুন এই ব্যাটারি হলো নিউক্লিয়ার বা পরমাণু ব্যাটারি। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর।

কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

তারা বলছে, পরমাণু শক্তি ব্যবহার করে পরমাণু ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে তারা যা বিশ্বে এই প্রথম।

কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রো প্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।

এদিকে নিরাপত্তার দিক বিবেচনা করলে এ ব্যাটারি প্রচলিত ব্যাটারির তুলনায় বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। যেখানে সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। কিন্তু এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। যা ব্যবহার করা যাবে পেস মেকারের মতো মেডিকেল ডিভাইসে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্রঃ দ্য ইনডিপেন্ডেন্ট

এম.কে
১৬ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

জার্মান বিমানবাহিনী প্রধানের ‘ভুলে’ ব্রিটিশ সামরিক বাহিনীর তথ্য ফাঁস

ভারত ভাঙ্গনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাব পাস