TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক মঞ্চ নয়ঃ ভারতীয় সংসদীয় কমিটির প্রতিবেদন

ভারতের সংসদে গতকাল জমা দেওয়া এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও মানবিক বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটি। তবে একই সঙ্গে তাকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা মঞ্চ ব্যবহারের সুযোগ না দেওয়ার বিষয়ে স্পষ্ট আপত্তি জানানো হয়েছে।
প্রতিবেদনটি কমিটির চেয়ারম্যান শশী থারুর স্বাক্ষরে সংসদে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যৎ নির্বাচনে সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত কূটনৈতিকভাবে নিরন্তর সুপারিশ ও উৎসাহ প্রদান করে যাবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারের উচিত হবে দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। এতে করে পারস্পরিক আস্থা, সংলাপ এবং স্থিতিশীলতার পরিবেশ তৈরি হবে বলে মনে করছে কমিটি। এ যোগাযোগের ভিত্তি হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কমিটির বৈঠকে কয়েকজন সদস্য শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারতের সভ্যতা ও ইতিহাসে বিপন্ন মানুষের আশ্রয় দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার ভাষায়, জীবনসংকটে থাকা কেউ আশ্রয় চাইলে ভারত তাকে আশ্রয় দেয়—এটি কোনো নতুন বা আধুনিক সিদ্ধান্ত নয়।

শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বিষয়টি বাংলাদেশি কর্মকর্তাদেরও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে ভারতে কোনো রাজনৈতিক মঞ্চ বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

সূত্রঃ বিডি প্রতিদিন

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করেছে ফেসবুক

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা

১৯ উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের রুদ্ধদ্বার বৈঠক চলছে