19.4 C
London
August 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সন্দেহভাজনের জাতিগত পরিচয় ও অভিবাসন অবস্থা প্রকাশে যুক্তরাজ্যে পুলিশের নতুন নির্দেশনা

যুক্তরাজ্যের পুলিশ বাহিনীকে এখন থেকে বিবেচনা করতে হবে, উচ্চপ্রোফাইল ও সংবেদনশীল তদন্তে অভিযুক্তদের চার্জ গঠনের সময় তাদের জাতিগত পরিচয় ও অভিবাসন অবস্থা প্রকাশ করা প্রয়োজন কি না। ন্যাশনাল পুলিশ চিফস’ কাউন্সিল (NPCC) এবং কলেজ অব পুলিশিংয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, জননিরাপত্তা হুমকির মুখে থাকলে বা কোনো ঘটনার বিষয়ে ব্যাপক ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে এ ধরনের তথ্য প্রকাশ করা যেতে পারে।

শিশু ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির পটভূমি গোপন রাখার অভিযোগে বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমর্থকরা বলছেন, এতে সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব হবে, তবে সমালোচকরা আশঙ্কা করছেন, এতে নারীর প্রতি সহিংসতাকে জাতিগত ইস্যু হিসেবে তুলে ধরা হতে পারে, যেখানে আসল সমস্যা নারীবিদ্বেষ।

স্বরাষ্ট্র সচিব ইয়েভেট কুপারের আহ্বানের পর এই নির্দেশনা আসে। NPCC জানিয়েছে, গুরুতর অপরাধে চার্জ গঠনের তথ্য প্রকাশে আগে থেকেই উৎসাহ দেওয়া হয়। তবে জাতিগত পরিচয় বা অভিবাসন অবস্থা প্রকাশের সিদ্ধান্ত প্রতিটি পুলিশ বাহিনীর ওপর নির্ভর করবে এবং এর সঙ্গে আইনি ও নৈতিক দিকগুলোও বিবেচনা করতে হবে। অভিবাসন অবস্থা প্রকাশের উপযুক্ততা নির্ধারণ করবে হোম অফিস।

গত বছর সাউথপোর্ট হত্যাকাণ্ডের তথ্য না দেওয়ায় “বিপজ্জনক গুজব” ছড়িয়ে পড়ে এবং তা দাঙ্গায় রূপ নেয়। যুক্তরাজ্যের স্বাধীন সন্ত্রাসবিরোধী আইন পর্যালোচক জনাথন হল কেসি মনে করেন, অ্যাক্সেল রুদাকুবানাকে গ্রেফতারের বিষয়ে সঠিক তথ্য দিলে এ পরিস্থিতি এড়ানো যেত। NPCC-র যোগাযোগ বিষয়ক প্রধান উপপ্রধান কনস্টেবল স্যাম দে রেয়া বলেছেন, তথ্য-শূন্যতায় ভুল বর্ণনা দ্রুত ছড়িয়ে পড়ে, তাই জনস্বার্থে সঠিক তথ্য দিয়ে সেই শূন্যতা পূরণ করা পুলিশের দায়িত্ব।

সাবেক প্রধান ক্রাউন প্রসিকিউটর নাজির আফজাল সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “বিশ্বাস এতটাই কমে গেছে যে, সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়েছে আরও স্বচ্ছতা জরুরি। তবে এটি অবশ্যই কেস-ভিত্তিক হওয়া উচিত।” ওয়ারউইকশায়ারের পুলিশ ও অপরাধ কমিশনার ফিলিপ সেককম্বও নতুন জাতীয় নির্দেশনার আহ্বান জানিয়েছেন, যখন দুই আফগান নাগরিকের অভিবাসন অবস্থা প্রকাশ না করায় পুলিশের বিরুদ্ধে সমালোচনা ওঠে। তাদের মধ্যে আহমাদ মুলাখিলের বিরুদ্ধে ধর্ষণ এবং মোহাম্মদ কাবিরের বিরুদ্ধে অপহরণ ও শ্বাসরোধের অভিযোগ আনা হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

শিশুদের পর্নোগ্রাফি থেকে সুরক্ষিত রাখতে ব্রিটেনে নতুন গাইডলাইন

যুক্তরাজ্যে পরিবারকে কুরিয়ার বানিয়ে কোকেন পাচার, ১৩ বছরের জেল ফারজানা কাওসারের

ফিরছে না অভিবাসন প্রত্যাশীদের নৌকা, মানা হচ্ছে না প্রীতি প্যাটেলের নীতি