10.4 C
London
December 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সাধারণ সর্দিও হতে পারে ওমিক্রনের লক্ষণ!

‘জো করোনাভাইরাস সিম্পটম ট্র্যাকার অ্যাপ’ ডেভলপকারি বিজ্ঞানীদের মতে লন্ডনে যাদের ঠাণ্ডার ধাত রয়েছে তাদের কোভিড হওয়ার সম্ভাবনা বেশি।

 

প্রফেসর টিম স্পেক্টর, বিবিসি রেডিও ফোর-এর টুডে প্রোগ্রামকে বলেন, ওমিক্রনের বেশিরভাগ লক্ষণগুলি মাথাব্যথা, গলা ব্যথা, সর্দি, ক্লান্তি এবং হাঁচিসহ সাধারণ সর্দি-কাশির মতোই।

 

তিনি সর্দির উপসর্গ আছে এমন ব্যক্তিদের অপেক্ষায় না থেকে কোভিড টেস্টের পরামর্শ দেন।

 

‘জ্বর, কাশি এবং গন্ধ হ্রাসের মতো জিনিসগুলি এখন আমরা যে লক্ষণগুলি দেখছি তা রোগীদের ভেতর হ্রাস পেয়েছে’। তিনি আরো বলেন, ‘বেশিরভাগ আক্রান্তের বর্তমানে ক্লাসিক কোভিড উপসর্গ নেই।’

 

তিনি যোগ করেছেন: ‘লন্ডনে, যেখানে কোভিড দ্রুত বাড়ছে, এটি সাধারণ সর্দি হওয়ার চেয়ে কোভিড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা প্রতি আড়াই দিনে সংখ্যায় দ্বিগুণ রোগী দেখতে পাচ্ছি।’

 

ওমিক্রন ইতোমধ্যেই লন্ডনে প্রভাবশালী কোভিড ভ্যারিয়েন্ট হিসাবে ছড়িয়ে পড়েছে এবং শীঘ্রই ভয়ংকর রূপ ধারণ করবে বলে বিজ্ঞানীরা আশংকা করছেন।

 

১৬ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠাল ইসরায়েল

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত অর্ধশতাধিক

যুক্তরাজ্যে ফ্লাইট টিকেট বুকিং চালু করেছে উবার