10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

ছোটখাটো আয়োজনে বিয়ে হলেও অর্থের ধাক্কা কিন্তু কম নয়। যুক্তরাজ্যের ক্ষেত্রেও বিষয়টি এমন। তাই খরচ বাঁচাতে ছুটির দিন এড়িয়ে কর্মদিবসে বিয়ের আয়োজনে ঝুঁকছেন যুক্তরাজ্যের তরুণরা,এ তথ্য দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

ইভেন্ট ফার্ম হিটচডের দেয়া তথ্যানুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে ইংল্যান্ডে মঙ্গলবার বিয়ের প্রবণতা ৪২ শতাংশ
বেড়েছে।আরেক সংস্থা ব্রাইডবুক জানিয়েছে, ২০২৩ সালে প্রথমবারশনিবার বিয়ের অনুষ্ঠানের প্রবণতা আগের বছরের তুলনায়অর্ধেকেরও কম ছিল।

যেসব দম্পতি মঙ্গলবার বা বুধবার বিয়ে করেন তারা গড় আয়োজনের তুলনায় এক-পঞ্চমাংশের কম খরচ করেন।ইভেন্ট ফার্মের কর্মকর্তা হলি পোল্টার বলেন, ‘দম্পতিরা বিয়ের দিন বেছে নেয়ার সময় বাজেট ও
অতিথিদের উপস্থিতির ভারসাম্য বজায় রাখতে হিমশিম
খান।

মূলত কোভিড-১৯ মহামারীর সময়ে বাধ্য হয়েই অনেকে
সপ্তাহের মধ্যবর্তী দিনে বিয়ের তারিখ নির্ধারণ করেছিলেন।সেই প্রবণতাই চালু হয়ে গিয়েছে এখন।যুক্তরাজ্যের কিছু প্রতিষ্ঠান শনিবারের তুলনায় সোমবার
বিয়ের প্যাকেজ প্রায় অর্ধেক খরচে আয়োজন করে থাকে।বাকিংহামশায়ারের হেডসর হাউজে বিয়ের জন্য গ্রীষ্মে
শনিবার কমপক্ষে ২০ হাজার ৯৫০ ইউরো খরচ করতে হয় যার সঙ্গে যুক্ত হয় ভ্যাট।

একই বিবাহের সেই প্যাকেজই সোমবার, মঙ্গলবার বা
বুধবার ভ্যাট ছাড়া খরচ হয় ৮ হাজার ৫০০ পাউন্ড।হেডসর হাউজের বিক্রয় ও বিপণন পরিচালক ফ্রান
এভারিস্ট জানান, গত কয়েক বছরে সপ্তাহান্তে বিয়ে করার প্রবণতায় পরিবর্তন দেখতে পাচ্ছেন।সেই সঙ্গে সপ্তাহের যেকোনো দিন বিয়ে করতে পেরে
দম্পতিরাও খুশি।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৩ মে ২০২৪

আরো পড়ুন

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!

ব্রিক লেন কি বদলে ফেলছে এর আত্মপরিচয়?

‘মন্ত্রীসভায় ইসলামফোবিয়ার স্থান নেই’: গনির পক্ষে মন্ত্রীরা