6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক সীমান্ত থে‌কে আটক

আলো‌চিত সাবেক বিচারপ‌তি আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হ‌য়ে‌ছেন। শুক্রবার (২৩ আগস্ট) রা‌তে সি‌লেটের কানাইঘাট উপ‌জেলার ডোন সীমান্ত থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ১৯ বি‌জি‌বির ডোনা ক‌্যা‌ম্প কমান্ডার না‌য়েক সু‌বেদার আবিদুর রহমান।

জানা গে‌ছে, শুক্রবার বিকা‌ল সা‌ড়ে ৪টার দি‌কে স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের সহ‌যোগীতায় সি‌লেটের কানাইঘা‌টে এসে পৌঁছান বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক।

সেখা‌নে রাত ৯টা পর্যন্ত তি‌নি ছি‌লেন। রাত সা‌ড়ে ৯টার দি‌কে বি‌জি‌বির কা‌ছে খবর আসে চার-পাঁচজন লোক অবৈধভা‌বে সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা কর‌ছে। খবর পে‌য়ে বি‌জি‌বির সদস‌্যরা এগি‌য়ে গে‌লে বা‌কিরা মা‌নিক‌কে রে‌খে পা‌লি‌য়ে যান। এসময় তা‌কে এক‌টি নৌকা থে‌কে আটক করা হয়।

এম.কে
২৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

শীতে স্কুল ছুটি নিয়ে ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে নির্দেশনা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পদ জব্দের আদেশ

তথ্য গোপন করায় বাংলাদেশের চাপের মুখে আদানি