13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে চাঞ্চল্যঃ অপারেশন থিয়েটারে রোগী রেখে উধাও ডাক্তার, মৃত্যুতে ক্ষোভ

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার সেফওয়ে ক্লিনিকে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অপারেশন থিয়েটারে রোগীকে রেখে চিকিৎসক হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এক রোগীকে অপারেশনের জন্য সেফওয়ে ক্লিনিকে আনা হয়। নির্ধারিত সময় অনুযায়ী রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হঠাৎ করে ক্লিনিক ছেড়ে চলে যান। দীর্ঘ সময় ডাক্তার না ফেরায় রোগীর অবস্থা অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার পর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, ক্লিনিক কর্তৃপক্ষ শুরুতে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে পরে জানানো হয়, “ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, রোগীর স্বজনরা দায়ী চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার পর সিলেট নগরীর সাধারণ মানুষের মধ্যে বেসরকারি ক্লিনিকগুলোর চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে যে শিক্ষা নিতে বললেন মিঠুন

ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবেঃ প্রধান উপদেষ্টা