15.4 C
London
September 17, 2025
TV3 BANGLA
সিলেট

সিলেটে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ

সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। বৃহস্পতিবার (৮ জুলাই) একদিনে সিলেটের তিন ল্যাব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের।

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এন্টিজেন টেস্টে ২৩টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। আর সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ৩৩ জন এবং মৌলভীবাজার জেলার ৪৩ জন রয়েছেন।

 

৮ জুলাই ২০২১
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আরো পড়ুন

জামিল ইকবাল সিলেটের একমাত্র গোল্ড ট্যাক্সকার্ড হোল্ডার নির্বাচিত

বস্তিতে বসবাসের হার বেশি সিলেটে, কম চট্টগ্রামে

ঢাকায় অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে