4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
Uncategorizedশীর্ষ খবরসারাদেশ

সিলেটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

 

বুধবার (০৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ডোনা সীমান্তের ১৩৩১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মৃতদেহ সীমান্তের ওপারে রয়েছে। মৃতদেহ উদ্ধারে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক প্রক্রিয়াধীন আছে।

নিহতরা হলেন—কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

নিহত আসকর ও আরিফ হুসেনের স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেননি।

সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের উকিয়াং এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে থাকতে পারেন।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। বিএসএফের গুলিতে তারা মারা গেছেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। সীমান্ত আইন মেনে বিজিবি নিহতদের মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

 

৩ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

সিলেট পরিক্রমা ২২ আগস্ট ২০২০

বাংলাদেশকে ‘রেডলিস্ট’ থেকে বাদ দিতে ব্রিটিশ-বাংলাদেশি এমপিদের আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক

দ্বীপ কিনে স্বাধীন রাষ্ট্র গঠনের এক স্বপ্ন ‘কফি কায়ে’