17.9 C
London
September 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

সীমান্তে কড়াকড়িতে জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে

পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং সুইজারল্যান্ডের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের পর জার্মানিতে নিয়মিত অভিবাসন ৪০ শতাংশ কমেছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

জার্মান সংবাদমাধ্যম এ বিষয়ে তথ্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশ জানিয়েছে, অক্টোবর ১৬ তারিখের পর থেকে দিনে ৩০০টিরও কম অনিয়মিত সীমান্ত প্রবেশের ঘটনা লিপিবদ্ধ করেছে তারা। এর আগের প্রতি মাসে এই সংখ্যা ছিল দিন ৭০০ এর কাছাকাছি।

অক্টোবর ১৬ এর আগের এক মাসে অস্ট্রিয়া সহ এই তিন দেশের সীমান্তে মোট ১৮ হাজার ৪৯২ অনিয়মিত প্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। কিন্তু ২০১৫ সাল থেকেই অস্ট্রিয়ার সীমান্ত নিয়ন্ত্রণে আছে বলে জানায় সংশ্লিষ্টরা। অন্যদিকে অক্টোবর ১৬ এর পর থেকে ৩০ দিনে মোট অনিয়মিত প্রবেশের সংখ্যা ৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯ জনে।

গত মাসে ইউরোপীয় কমিশনকে তিন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপর কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার। এরপর থেকে নিয়ন্ত্রণের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।

সূত্রঃডয়চে ভেলে

এম.কে
২৬ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়তে বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ আনল আলবেনিয়া

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

যুক্তরাজ্য সরকারের ইমিগ্রেশন নীতি বিপর্যয় নিয়ে আসতে পারেঃ গবেষণা