22 C
London
August 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সেনাবাহিনী থেকে লাখ টাকা উপহার পেলেন স্টেডিয়ামে পতাকা বিক্রেতা যুবক

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলাকালীন গেটের বাইরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতার সময় পতাকা বিক্রেতা এক যুবকের ওপর ভুলবশত লাঠিচার্জের ঘটনা ঘটেছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই যুবককে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১১ জুন) গুলিস্তান আর্মি ক্যাম্পে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুদান হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী।

সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১০ জুন) ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে হাজারো দর্শক টিকিট ছাড়াই খেলা দেখার আশায় ভিড় করছিলেন। বারবার সতর্ক করার পরও ৪ নম্বর গেটের সামনে একটি অংশ মবের মতো আচরণ করে গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং খেলার স্বাভাবিকতা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।

এই প্রক্রিয়ায় দুঃখজনকভাবে একজন পতাকা বিক্রেতা যুবক সেনাবাহিনীর লাঠিচার্জের শিকার হন। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আবেগতাড়িত পরিস্থিতিতে ঘটে গেছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীকে খুঁজে বের করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করা হয় এবং সহানুভূতির নিদর্শন হিসেবে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, ঘটনায় জড়িত সেনাসদস্যের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে জন্য বাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। দেশপ্রেমিক পতাকা বিক্রেতা যুবকের এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করে আশা করা হচ্ছে, এই অনুদান তাকে নতুন উদ্যমে তার ব্যবসা চালিয়ে যেতে সহায়তা করবে।

এম.কে
১১ জুন ২০২৫

আরো পড়ুন

সাবেক এমপিসহ ৫ জনকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

নিউজ ডেস্ক

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

পূর্ব লন্ডনে ২০ বছর বয়সী যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুজন গ্রেপ্তার