4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদিতে উন্মুক্ত হলো বিশ্বের উচ্চতম ঝুলন্ত মসজিদ

বিশ্বের উচ্চতম ঝুলন্ত মসজিদ উন্মুক্ত করে দিয়ে রেকর্ড গড়েছে সৌদি আরব। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড উচ্চতম ঝুলন্ত মসজিদ হিসেবে এরই মধ্যে মক্কার এই স্থাপনাকে স্বীকৃতি দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৩ মিটার বা ১৫৮৪ ফুট উঁচুতে শ্বাসরুদ্ধকর জায়গায় অবস্থিত এই মসজিদ থেকে পবিত্র কাবা এবং মক্কার অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর অতুলনীয় দৃশ্য দেখা যাবে। জাবাল ওমর মক্কা হোটেলের দুটি টাওয়ারের মাঝে সংযোগকারী ঝুলন্ত সেতুতে অবস্থিত প্রার্থনা কক্ষটি কেবল একটি প্রকৌশল কীর্তিই নয় বরং এটি স্থাপত্য শিল্পের বিস্ময় এবং সৃজনশীলতারও প্রমাণ।

অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করা হয়েছে ৬৫০ টন ওজনের ইস্পাতের এই সেতু। প্রাথমিকভাবে ভূমি থেকে ৩১২ মিটার উঁচুতে রাখার পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে জাবাল ওমর মক্কা হোটেলের ৩৬,৩৭ এবং ৩৮ তলা জুড়ে নির্মাণ করা হয় টুইন টাওয়ারকে সংযোগকারী এই সেতু।

৫৫০ স্কয়ার মিটার প্রশস্ত মসজিদটিতে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৫২০ জন। মসজিদটির ভেতর আরব ও ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। চিরায়ত আরব সংস্কৃতির সঙ্গে মসজিদটিতে আধুনিক বিলাসবহুল শৈলীরও সংমিশ্রণ ঘটানো হয়েছে।

ইসলামি ক্যালিগ্রাফিতে আল্লাহর নাম দিয়ে সাজানো হয়েছে মসজিদের ভেতরটা। সমৃদ্ধ ইসলামিক সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তুলবে এর নানা নকশা।

মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা পাবেন প্রশান্তিতে ভরা আধ্যাত্মিক অভিজ্ঞতা। ফজরের নামাজের সময় মুসল্লিরা অবলোকন করতে পারবেন পবিত্র মক্কায় সূর্যোদয়ের দৃশ্য। এ ছাড়া সূর্যাস্তের দৃশ্যও এই মসজিদ থেকে দেখা যাবে।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
২১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ভারতীয় সেনা সরিয়ে নিতে আবারও সময় বেঁধে দিলো মালদ্বীপ

৩ বছরে সাড়ে ৪ লাখ শ্রমিক নিবে ইতালি

ইসরাইলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে : জাতিসংঘ