2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যশীর্ষ খবর

সৌদিতে কাবা সদৃশ্য ভবন নির্মাণ নিয়ে বিতর্ক

সৌদি সরকার সৌদি আরবের রিয়াদে কাবা সদৃশ্য  দৈত্যাকার কিউব বিল্ডিং “দ্য মুকাব” নির্মাণের পরিকল্পনা করেছে।
 ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবা সদৃশ্য  প্রকল্পটি চালু করার ঘোষণা দেন। তার লক্ষ্য রিয়াদে বিশ্বের বৃহত্তম আধুনিক শহর গড়ে তোলা। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এক বিবৃতিতে বলেছে, প্রকল্পটিতে একটি জাদুঘর,একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,একটি থিয়েটার এবং ৮০টিরও বেশি বিনোদনের স্থান থাকবে।
এইসব কিছুর কেন্দ্রে অবস্থান হবে “দ্য মুকাব” -এর। যা স্থাপত্য শৈলীতে হবে ত্রিভুজাকার একটি বিশাল ৪০০ মিটার দৈর্ঘ্য,প্রস্থের কাঠামো।
মুকাব হবে “বিশ্বের প্রথম হলোগ্রাফিক্সসহ ডিজিটাল এবং ভার্চুয়াল প্রযুক্তির” নির্মাণশৈলীতে তৈরি একটি  ভবন।
প্রকল্পটি রিয়াদের উত্তর-পশ্চিমে বাদশাহ সালমান এবং কিং খালিদ সড়কের সংযোগস্থলে ১৯ বর্গকিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত হবে। প্রেস রিলিজ অনুসারে এতে ১০৪০০০টি আবাসিক ইউনিট, ৯০০০  হোটেল কক্ষ, ৯৮০০০০ বর্গমিটারের বেশি উন্মুক্ত  জায়গা থাকবে। মুকাবের কেন্দ্রীয় কাঠামো ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং ধারণ করার মতো যথেষ্ট বড় হবে।
এই প্রকল্পটি সৌদি অর্থনীতিতে ১৮০ বিলিয়ন রিয়াল ($৪৮ বিলিয়ন) যোগ করবে এবং ৩৩৪০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
এম.কে
২৬ ফেব্রুয়ারি ২০২৩
[yotuwp type=”videos” id=”Dj2jErpwQQk” ]

আরো পড়ুন

পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেয়ায় খুশি নন ফিলিস্তিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির পদত্যাগের গুঞ্জন

বাল্টিমোরে সেতুতে ধাক্কা দেওয়া জাহাজের সব নাবিক ভারতীয়