3 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে ৪০ হাজার টাকা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়।‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ, বিমান ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা ও খাবার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

স্নতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

দারুস সালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। গবেষণার মানে সারা বিশ্বে কিউএস র‌্যাকিংয়ে ৩২৩ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:
শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার টাকা) প্রদান করা হবে।
* ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* বার্ষিক বই ভাতা প্রদান করা হবে।
* প্রতিমাসে খাবার ভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে।
* ডিগ্রী অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

এম.কে
২০ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট কট্টরপন্থী পন্থী জাভিয়ের মিলেই

মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু