2.7 C
London
January 19, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

স্পেনের অর্থনীতিতে ধস, শংকায় ইউরোপের প্রবাসীরা

কোভিড-১৯ মহামারির ধাক্কায় চরম সংকটে স্পেনের অর্থনীতি। ২০২০ সালে ১১ শতাংশ অর্থনৈতিক পতন হয়েছে দেশটির। করোনার চলমান তৃতীয় ঢেউয়ে আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এনিয়ে শংকায় স্পেনসহ ইউরোপের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

 

সময় টেলিভিশনের প্রবাসী প্রতিনিধির রিপোর্টে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পুনরুদ্ধার তহবিল থেকে প্রাপ্ত অর্থে ক্ষতির পরিমাণ কিছুটা কমলেও চলমান তৃতীয় ঢেউয়ে আবার চিন্তার ভাঁজ স্প্যানিশ সরকারের কপালে।

 

এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবেনা বলে মত বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের। করোনার প্রভাবে স্পেনের ১৭ টি প্রদেশের সবকটিতেই এখনো প্রতিদিন কর্মসংস্থান হারাচ্ছেন অসংখ্য মানুষ।

 

১৯৩০ সালের গৃহযুদ্ধে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় স্পেনের অর্থনীতি। সেই বিপর্যয়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়াতে হয় দীর্ঘসময়। এরপর এমন দুঃসময়ে আর আসেনি স্পেনে। তবে ২০২০ এ জিডিপির ১১ শতাংশের পতন আবার বড় ঝড় হয়ে এসেছে দেশটির জন্য, অভিমত বিশেষজ্ঞদের।

 

৮ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

ইস্টার পর্যন্ত ব্রিটেনের তৃতীয় লকডাউন!

নিউজ ডেস্ক

ইউক্রেনের আকাশসীমা ব্যবহার করছে না কোনো বাণিজ্যিক ফ্লাইট

অনলাইন ডেস্ক

জানা গেলো কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বিবিসি উপস্থাপকের নাম