16.3 C
London
August 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

হামলার ভয়ে একরাতে ৫ বার বাঙ্কারে লুকান মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক রাতে অন্তত পাঁচবার বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় তাকে বারবার সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যেতে হয়।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত হাকাবি জানান, ইসরাইলে কঠিন একটি রাত কেটেছে। তিনি উল্লেখ করেন, শনিবার ইহুদিদের বিশ্রামের দিন ‘শাব্বাত’ সাধারণত শান্তিপূর্ণ হয়, কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি।

ইরানে ইসরাইলের হামলার দুই দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়।

এর আগে শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে ইসরাইলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এম.কে
১8 জুন ২০২৫

আরো পড়ুন

নিউইয়র্কে পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

ব্রিটিশ অভিবাসন আইনে দফায় দফায় পরিবর্তন, লক্ষ্য বিদেশি শিক্ষার্থী

ইতালির এই দুই শহরে গিয়ে পাকাপাকি ভাবে সংসার পাতলেই মিলবে ৩০ লক্ষ টাকা