8.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগাড়ম্বর, জিততে পারবে না ইসরায়েল

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান দানি ইয়াতম বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। সোজা কথায় বললে, যে চূড়ান্ত বিজয়ের কথা ইসরায়েল বলে, তা অর্জিত হবে না। একই সঙ্গে, গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দানি ইয়াতম। চ্যানেলটির বরাত দিয়ে লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সাক্ষাৎকারে সাবেক এই গোয়েন্দাপ্রধান জোর দিয়ে বলেন, হামাস প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। এই অবস্থায় তিনি ইসরায়েলি অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত।

জিম্মিদের ফিরিয়ে আনা ইসরায়েল সরকারের সর্বোচ্চ প্রাধান্য হওয়া উচিত উল্লেখ করে দানি ইয়াতম আরও বলেন, এটি ছাড়া ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধ করতে আর কোনো বিষয়ই সেই অর্থে চাপ দিতে পারবে না। মোসাদের সাবেক এই প্রধান আরও বলেন, ‘ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে।’

দানি ইয়াতম আরও বলেন, ‘এমনকি যদি ইসরায়েলি বাহিনী আরও কয়েক মাস গাজায় অবস্থান করে এর স্থলভাগ ও টানেলগুলোতে যুদ্ধ চালিয়ে যায়, তবু তারা হামাস যোদ্ধাদের বেশির ভাগকেও হত্যা করতে সক্ষম হবে না। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী গাজায় হামাসের অবকাঠামো বা লোকবলের সংখ্যাগরিষ্ঠতা ধ্বংস করতেও ব্যর্থ হবে।’

মোসাদের সাবেক এই প্রধান বলেন, ‘হামাস আজ থেকে ২৩৩ দিন আগে অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করার পরও তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ছে। আমি এতে বিস্মিত হইনি। কারণ সবাই জানে যে, হামাস এখনো এ ধরনের রকেট হামলা চালানোর ক্ষমতা রাখে।’

একই বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর সাবেক মেজর জেনারেল মাতান ভিলাই বলেন, ‘হামাস ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিত করেছে যে, তারা এখনো সক্রিয় রয়েছে।’ এ সময় তিনি বলেন, ‘হামাসকে ধ্বংস করার আলোচনা আসলে ফাঁকা বুলি বা বাগাড়ম্বর, যা ইসরায়েলে ব্যাপকভাবে আলোচনা করা হয়।’

সূত্রঃ আল-মায়েদিন

এম.কে
২৭ মে ২০২৪

আরো পড়ুন

ইরাকের রাজনীতিবিদরা মদ বিক্রির অনুমতি চান

যে কারণে মাত্র ১৬ বছর বয়সেই দুবাইয়ে হওয়া যাবে মসজিদের ইমাম

 বিশ্বের নতুন ‘কোভিড হটস্পট’ ইসরায়েল

অনলাইন ডেস্ক