TV3 BANGLA
বাংলাদেশ

হ্যাকারদের দখলে ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯

২০১৭ সালের ১২ ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সেবা চালু হয় বাংলাদেশে। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো ৯৯৯ জরুরি সেবা।

এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন। ৯৯৯ সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু থাকে এই কল সেন্টার। এছাড়া এটা একটি টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে কল করে সেবা নিতে কোনো টাকা খরচ কর‍তে হয় না।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নিজস্ব একটি ফেসবুক পেইজ রয়েছে যেখান হতে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জনগণকে জানিয়ে থাকে।

https://www.facebook.com/nationalemergencyservice999?mibextid=ZbWKwL

এই জরুরি সেবার পেজটি গত ০৪ মার্চ হতে আছে হ্যাকারদের দখলে।তারা গত শনিবার হতেই বিভিন্ন দেশের ছায়াছবি প্রদর্শন করে যাচ্ছে পেজ হতে। এখন পর্যন্ত পেজ পুলিশের আয়ত্বে আনার কোন খবর পাওয়া যায় নাই। এই বিষয়ে জানতে পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

০৮ মার্চ ২০২৩
এম.কে

আরো পড়ুন

ইতালিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ, ৮০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আয়

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

আগামী তিনদিন পুড়বে সিলেট