15.5 C
London
September 8, 2025
TV3 BANGLA
অফবিটশীর্ষ খবর

১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।

 

রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন:

 

“ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু !!”

 

এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাড়ির আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন:

“১০ সেকেন্ড পরে”

এদিকে সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়ে টুইট করেছেন ঢাকায় নিযুক্ত আরেকজন রাষ্ট্রদূত। তিনি হলেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনিও টুইটারে বাকরখানি খাওয়ার ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেন।

 

১২ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ক্রিসমাসের আগেই ফিরছে লন্ডনের ওভারগ্রাউন্ড নাইট সার্ভিস

Legal advice by M Salim | 29 March

ইউক্রেনীয়দের ঘরে তোলার অনুমতি দেবে ব্রিটেন