TV3 BANGLA
Uncategorized

১২ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রেজিস্টার করবে রাশিয়া

  • বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার
  • চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের আগে এ ভ্যাকসিন দেওয়া হবে

‘ভ্যাকসিন এলেই মিলবে করোনা ভাইরাস থেকে মুক্তি’ এমন আশায় বসে আছেন গোটা বিশ্বের মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। কদিনের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করে অক্টোবর থেকে গণহারে তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সঙ্গে যৌথভাবে এ ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। গত শুক্রবার (৭ আগস্ট) এ কথা রাশিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন সে দেশের উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ। 

তিনি বলেন, সাফল্যের সঙ্গে এটি লঞ্চ করা হলে এটিই হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন। আপাতত এ ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। 

উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের আগে এ ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, অক্টোবর থেকেই ওই ভ্যাকসিনের গণ-উৎপাদন শুরু হয়ে যাবে। প্রতিষেধক উৎপাদন প্রক্রিয়ার সব খরচ বহন করবে রুশ সরকার।

জানা যায়, রাশিয়া এই ভ্যাকসিন নিবন্ধন করবে ১২ আগস্ট।

এ বছরের ১৮ জুন মস্কোর শেচনভ বিশ্ববিদ্যালয়ে ৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে রাশিয়া। ট্রায়ালে অংশ নেয়া সবার শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

৮ আগস্ট ২০২০

আরো পড়ুন

More International Students Than Ever Now Study in Canada

বিনামূল্যে কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক

Mortgage & Property Finance Advice l M Mostafizur Rahman BBA(MIS), Msc(Finance)