5.6 C
London
March 27, 2023
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

১২ শিশুকে টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ

ভারতে পোলিও টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে ১২ জন শিশুকে। মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে ঘটেছে এই ঘটনা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ এ খবর প্রকাশ করেছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ১২ শিশুকে পোলিও টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হয়। এটি ভুল বশত নাকি কোনো চক্রান্ত, তা নিয়ে চলছে তদন্ত।

খবরে বলা হয়, প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই ঘটনায় ৩ জন স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়ছে।

 

২ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

‘ঝুঁকিতে আছেন যুক্তরাজ্যে অবস্থানরত পর্তুগিজরা’

ব্রিটেনে ‘টিকা সংকট’ সমাধানে দ্রুত অনুমোদন পেতে পারে অক্সফোর্ড

অনলাইন ডেস্ক

বিভিন্ন ধরনের হাউজিং ও মর্গেজ