14.8 C
London
May 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

১ দিনে কতগুলো টুইট পড়া যাবে নির্দিষ্ট করে দিল টুইটার

একদিনে কতগুলো টুইট পড়া যাবে, তা নির্দিষ্ট করে দিল টুইটার। শনিবার দু’টি টুইট করে এমন কথাই জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বলেন, টুইটারের তথ্য যেন অপব্যবহার করা না হয়, সেজন্যই এই পদক্ষেপ নিতে হয়েছে।
প্রথম টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ছয় হাজার পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা পারবেন ৬০০টি পোস্ট পড়তে। নতুন যারা অ্যাকাউন্ট খুলবে, তাদের জন্য থাকবে ৩০০ পোস্ট পড়ার সুযোগ।
পরে অবশ্য আর একটি টুইট করে মাস্ক জানান, শিগগির এই সংখ্যাটা যথাক্রমে আট হাজার, ৮০০ ও ৪০০ করা হবে।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে টুইটার কর্তা জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসীভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এখন থেকে টুইটার অ্যাকাউন্ট না থাকলে আর কেউ টুইট পড়তে পারবেন না। শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন। সাম্প্রতিককালে মাস্ক বহু বার চ্যাটজিপিটি-সহ বহু উদ্ভাবনী কাজে টুইটারের তথ্য কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
এম.কে
০২ জুলাই ২০২৩

আরো পড়ুন

আইফেল টাওয়ারে দুই মাতালের ঘুম

আপনি কি ব্রেক্সিটের পর ইইউ পাসপোর্টের আবেদন করেছেন?

অনলাইন ডেস্ক

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক