3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!

২০২০ সালে ব্রিটেনে সংঘটিত সকল মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ এড়ানো সম্ভব ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

অফিস ফর নেশনাল স্ট্যাটিস্টিক-এর একটি বিশ্লেষণ থেকে জানা যায়, ৬ লাখ ৭২ হাজার পনেরোটি মৃত্যুর মধ্যে ১ লাকখ ৫৩ হাজার আটটি মৃত্যু অর্থাৎ ২২ দশমিক ৮ শতাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

 

এসব মৃত্যুর মধ্যে ৬৮ দশমিক ৬ শতাংশ মৃত্যু সম্পূর্ণ এড়ানো যেত এবং ৩১ দশমিক ৪ শতাংশ চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব ছিল।

 

পরিহারযোগ্য মৃত্যুর কারণের মধ্যে এগিয়ে রাখা হয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে এধরনের সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ওয়েলসে। এখানে প্রতি এক লাখে ৩৬ দশমিক ১ জনের মৃত্যু পরিহারযোগ্য ছিল।

 

ওএনএস জানায়, মদ ও মাদকের কারণেও পরিহারযোগ্য মৃত্যু বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে মদ ও মাদকজনিত মৃত্যু বৃদ্ধির জন্য মদ্যপায়ী ও মাদকসেবীদের লিভারের রোগ, দুর্ঘটনাবশত বিষক্রিয়া, অতি ব্যবহার ইত্যাদি বিশেষ ভাবে দায়ী।

 

১৫ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত অর্ধশতাধিক

বিপিএলের ফাইনালে সিলেট,ফাইনালে যাওয়ার জন্য উড়িয়ে এনেছিল ইংল্যান্ডের লিউক উডকে

নিউজ ডেস্ক

ব্রিটেনে লরিতে অভিবাসী পরিবহণের অভিযোগে আটক ৭