6.7 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!

২০২০ সালে ব্রিটেনে সংঘটিত সকল মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ এড়ানো সম্ভব ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

অফিস ফর নেশনাল স্ট্যাটিস্টিক-এর একটি বিশ্লেষণ থেকে জানা যায়, ৬ লাখ ৭২ হাজার পনেরোটি মৃত্যুর মধ্যে ১ লাকখ ৫৩ হাজার আটটি মৃত্যু অর্থাৎ ২২ দশমিক ৮ শতাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

 

এসব মৃত্যুর মধ্যে ৬৮ দশমিক ৬ শতাংশ মৃত্যু সম্পূর্ণ এড়ানো যেত এবং ৩১ দশমিক ৪ শতাংশ চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব ছিল।

 

পরিহারযোগ্য মৃত্যুর কারণের মধ্যে এগিয়ে রাখা হয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে এধরনের সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ওয়েলসে। এখানে প্রতি এক লাখে ৩৬ দশমিক ১ জনের মৃত্যু পরিহারযোগ্য ছিল।

 

ওএনএস জানায়, মদ ও মাদকের কারণেও পরিহারযোগ্য মৃত্যু বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে মদ ও মাদকজনিত মৃত্যু বৃদ্ধির জন্য মদ্যপায়ী ও মাদকসেবীদের লিভারের রোগ, দুর্ঘটনাবশত বিষক্রিয়া, অতি ব্যবহার ইত্যাদি বিশেষ ভাবে দায়ী।

 

১৫ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

ব্রিটেনে উবার চালকদের বেতন-ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

২০২৩ সালে ব্রিটেনের অর্থনৈতিক সংকট বাড়বে: আইএমএফ

নিউজ ডেস্ক