6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৪ সালকে সৌদির ‘উটবর্ষ’ ঘোষণা

আরব উপদ্বীপের মানুষের জীবনযাত্রায় উটের আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরতে সদ্য শুরু হওয়া ২০২৪ সালকে ‘উটবর্ষ’ ঘোষণা করেছে সৌদি আরব। গত বছরের শেষ দিকে দেশটির মন্ত্রীদের কাউন্সিলে বিষয়টির অনুমোদন দেয়া হয়।

গত ৩ জানুয়ারি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছরের লোগো, উটের ভিজ্যুয়াল ছবিসহ ব্র্যান্ড নির্দেশিকা ম্যানুয়াল প্রকাশ করে।

২০২০ সালে জাতিসঙ্ঘ এ বছরকে আন্তর্জাতিক উটের বছর হিসেবে নির্ধারণ করে। বাস্তুতন্ত্রের সুরক্ষা, মরুকরণ প্রতিরোধ, ভূমির অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি বন্ধ করা, খাদ্য নিরাপত্তা বিধান নিশ্চিত করতে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ (এফএও) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সুপারিশে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ উটের বছর উদযাপনের উদ্যোগ গ্রহণ করে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক উট থাকা দেশগুলো হলো- পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, দেশটিতে আনুমানিক ১৮ লাখ উট রয়েছে, যার মূল্য প্রায় ৫০ বিলিয়ন রিয়াল। অবশ্য এই পরিসংখ্যানের বাইরেও ছয় থেকে সাত লাখ উট রয়েছে।

সূত্র : আরব নিউজ

এম.কে
০৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

এক্সিলারেট এনার্জির স্ট্রাটেজিক অ্যাডভাইজর হলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে এআই

যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু জাপানে