19.1 C
London
August 18, 2025
TV3 BANGLA
সিলেট

৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, কী পূর্বাভাস?

আগামী পাঁচদিন সিলেটের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস সূত্র। তবে এ সময়ের মধ্যে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাসও রয়েছে।

সিলেটে দুদিন থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (রবিবার) ছিলো ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে, অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সিলেটের রাস্তায় বের হওয়া মানুষের। অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। রাস্তায় বেরোলেই যেন চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে। এই অসহনীয় গরমের সাথে পাল্লা দিয়ে সিলেটে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতি ঘন্টায় একাধিকবার পর্যন্ত চলে যাচ্ছেন বিদ্যুৎ।

আবহাওয়া অফিস সূত্র জানায়, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা আগামী পাঁচ দিন ক্রমান্বয়ে বাড়ার আভাস রয়েছে।

এম.কে
১৫ মে ২০২৪

আরো পড়ুন

অবশেষে সিলেটের শত কোটি টাকার বাড়ির রহস্য উদ্ধার

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

সিলেট শহরে জলাবদ্ধতার মূল কারণ গোয়ালীছড়াঃ বালু খননের দাবি জোরালো