ব্যবহারকারীদের অনুমতি ছাড়া ক্যামব্রিজ অ্যানালিটিকাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি দেয়ার মামলাটি ৭২৫ মিলিয়ন ডলারে সে মামলা নিষ্পত্তিতে রাজি হয়েছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই এ আপস প্রস্তাব। সানফ্রান্সিসকোর ফেডারেল আদালত অনুমোদন দিলেই এটি কার্যকর হবে।
মেটা আরো জানায়, গত তিন বছরে গোপনীয়তা প্রশ্নে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। বর্তমানে ক্যামব্রিজ অ্যানালিটিকার কোনো অস্তিত্ব নেই।
২০১৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। ভোটারদের টার্গেট করে বিজ্ঞাপনী প্রচার চালানোর লক্ষ্যে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল বলেও অভিযোগ রয়েছে। কেলেঙ্কারির ঘটনায় মেটার ব্যবসায়িক কৌশল নিয়ে তদন্তে নেমেছিল যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি সংস্থা। ফলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে সরাসরি কংগ্রেসে গিয়ে সাক্ষ্য দিতে হয়েছিল।
নিউজ ডেস্ক
বিবিসি জানায়,