10 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৯ মাসে যুক্তরাজ্যে প্রবেশ ২৫ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীর

ব্যাপক কড়া পাহারার মধ্যেই ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ৯ মাসে বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ২৫ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, “গতকাল রোববার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে উত্তর ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ৭১৭ জন অভিবাসন প্রত্যাশী। তাদেরকে হিসেবে ধরে নিয়ে আমরা বলছি, চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করেছেন মোট ২৫ হাজার ৫২ জন অভিবাসন প্রত্যাশী।”

আগের দিন শনিবার দেশটিতে প্রবেশ করেছিলেন ৭০৭ জন অভিবাসন প্রত্যাশী। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যত সংখ্যক অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তার চেয়ে চলতি ২০২৪ সালে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের হার শতকরা হিসেবে ৪ শতাংশ বেড়েছে।

তবে ২০২২ সালে দেশটিতে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের তুলনায় গত ৯ মাসের এই সংখ্যা শতকরা ২১ শতাংশ কম।

অভিবাসন প্রত্যাশীদের আগমন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের নির্বাচনে জিতে যুক্তরাজ্যে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি। তবে নিজেদের মেয়াদের গত ১৫ বছরে এই ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখাতে পারেনি দলটি।

গত জুলাইয়ের নির্বাচনে জয়ী হয় লেবার পার্টি। লেবার পার্টির শীর্ষ নেতা এবং যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করবে তার সরকার।

সূত্রঃ এএফপি

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ব্রেক্সিটের কালো ছায়া যুক্তরাজ্যের ড্যাফোডিল শিল্পে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ই-বাইক ব্যবহার করে বাড়ছে অপরাধ, আটকাতে নতুন পরিকল্পনা