TV3 BANGLA
আন্তর্জাতিক

অদ্ভুত শুল্কনীতি, আর তার প্রতীক ‘উদাসীন পেঙ্গুইন’: ট্রাম্পকে ঘিরে নতুন মিম ট্রেন্ড

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা ও ব্যঙ্গের ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ব্যঙ্গের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি অপ্রত্যাশিত প্রতীক—‘নিহিলিস্ট পেঙ্গুইন’। জনমানবশূন্য দ্বীপে থাকা পেঙ্গুইনের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গকে ঘিরে তৈরি হওয়া এই মিম বর্তমানে টুইটার (এক্স), ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ট্রেন্ডটির সূচনা হয় ট্রাম্পের অস্ট্রেলিয়ার অধীনস্থ একটি জনমানবশূন্য দ্বীপের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গ সামনে আসার পর। ওই দ্বীপে মানুষের বসবাস না থাকলেও সেখানে বিপুল সংখ্যক পেঙ্গুইনের আবাস রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে—শুল্ক আদায় হবে কার কাছ থেকে? এর জবাব হিসেবে ব্যঙ্গাত্মক মিমে পেঙ্গুইনদেরই ‘ভুক্তভোগী’ হিসেবে দেখানো হচ্ছে।

এই ট্রেন্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রতীক হলো ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ মিম। এর উৎস ২০০৭ সালের একটি তথ্যচিত্র, যেখানে একটি পেঙ্গুইন দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা বরফে ঢাকা পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের জীবনের উদাসীনতা, রাজনৈতিক হতাশা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে।

ট্রাম্পের শুল্কনীতির প্রতিক্রিয়ায় এই পেঙ্গুইন মিম নতুন মাত্রা পেয়েছে। অনেক ব্যবহারকারী পেঙ্গুইনের মুখে কল্পিত সংলাপ বসিয়ে দেখাচ্ছেন—যেন সে জানেই না কেন তার ওপর শুল্ক বসানো হয়েছে। এতে করে ট্রাম্পের নীতিকে ‘যুক্তিহীন’ ও ‘অবাস্তব’ বলে বিদ্রূপ করা হচ্ছে।

এই ব্যঙ্গচিত্রের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আলোচনায় এসেছে হোয়াইট হাউসের নামও। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন—এমন একটি ট্রাম্পের এআই-জেনারেটেড ছবি ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। অনেকেই একে রাজনৈতিক যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ শুধু একটি মিম নয়; এটি ট্রাম্পের অদ্ভুত ও বিতর্কিত শুল্কনীতির বিরুদ্ধে জনমতের একটি সাংস্কৃতিক প্রতিক্রিয়া। হাস্যরসের আড়ালে এই ট্রেন্ড মূলত নীতিনির্ধারণের যুক্তিহীনতা এবং বৈশ্বিক রাজনীতির অদ্ভুত বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

তিন দেশে সরকার পতনঃ ‘নীরব’ চীনের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ

দুবাই পুলিশের বহরে যুক্ত হতে যাচ্ছে বেন্টলি কার

গাজাগামী ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন