0.9 C
London
January 2, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অনিবন্ধিত অভিবাসীদের স্থায়ী করতে নতুন উদ্যোগ জার্মানির

বহিষ্কারের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান করা অভিবাসীদের দেশটিতে স্থায়ীভাবে থাকতে এবং চাকুরির বাজারে সম্পৃক্ত হতে সহায়তা করতে নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে জার্মানি। গত বুধবার এ অনুমোদন দেয় জার্মানির সংসদ।

 

নতুন আইনে এরকম অনিয়মিত অভিবাসীদের প্রাথমিকভাবে এক বছরের থাকার অনুমতি দেয়া হবে৷ পরীক্ষামূলক এই বছরে তাদের প্রমাণ দিতে হবে যা তারা জার্মান ভাষা শিখছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী৷ যদি প্রথম বছরে তারা দুটোই প্রমাণ করতে পারে তাহলে পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদে ভিসা দেয়া হবে৷

 

এক লাখ ৩০ হাজারের মতো অভিবাসী প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন বলে সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে৷

 

‘‘এই মানুষদের, যারা একটা লম্বা সময় জার্মানিতে অবস্থানের মাধ্যমে দেশটিতে নিজেদের জীবন গড়ছেন, বসবাস আইনের আওতায় বৈধভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করার সুযোগ দেয়া হবে,’’ লেখা হয়েছে নথিতে৷

 

তবে অপরাধীদের এই সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

 

জার্মানির ব্ল্যাক ফরেস্ট শহর ফ্রাইবুর্গে কর্মরত এনজিও কর্মী উলরিশ স্নাইডার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এই উপদেষ্টা বলেন, ‘‘দীর্ঘদিন এরকম একটি আইনের অপেক্ষা করছি আমরা৷ কারণ এটা এমন মানুষদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেবে যারা একসময় ফেরত যেতে বাধ্য হওয়ার হুমকির মধ্যে জার্মানিতে জীবনযাপন করছিলেন৷’’

 

জার্মান অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক সরকারের এই উদ্যোগকে বর্তমান সময়ের প্রেক্ষিতে ‘‘প্রাগম্যাটিক এবং স্মার্ট’’ আখ্যা দিয়েছেন৷ কারণ ইউরোপের দেশটি এখন হসপিটালিটিসহ নানা খাতে কর্মী সংকটে ভুগছে৷

 

‘‘এইসব মানুষের দক্ষতা কাজে লাগাতে ব্যর্থ হলে সেটি আমাদের দেশের অর্থনৈতিক সম্ভাবনার বিপরীতে একটি পাপ হিসেবে বিবেচিত হবে,’’ বলেন তিনি৷

 

তবে, দেশটির বিরোধী দল সিডিইউ/সিএসইউ শুরু থেকে এই আইনের সমালোচনা করেছে৷ এর ফলে সুরক্ষা পাবে না জেনেও জার্মানিতে আসা মানুষগুলো দীর্ঘমেয়াদে জার্মানিতে থাকতে পারবে বলে এক ধরনের মানসিকতা অনেকের মধ্যে তৈরি হবে বলে মনে করেন সিডিইউর সাংসদ রাল্ফ ব্রিংকহাউস৷ বিষয়টি সামগ্রিক অভিবাসন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে বলে মনে করেন তিনি৷

 

১০ জুলাই ২০২২
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

যুক্তরাজ্য ভ্রমণের নতুন গাইডলাইনে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক

রিস্টার্ট গ্রান্ট সম্পর্কে ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ীদের যা জানা দরকার

নিউজ ডেস্ক

১৮ পেশাকে অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন পাবে দেশের ১৩ কোটি মানুষ