বহিষ্কারের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান করা অভিবাসীদের দেশটিতে স্থায়ীভাবে থাকতে এবং চাকুরির বাজারে সম্পৃক্ত হতে সহায়তা করতে নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে জার্মানি। গত বুধবার এ অনুমোদন দেয় জার্মানির সংসদ।
নতুন আইনে এরকম অনিয়মিত অভিবাসীদের প্রাথমিকভাবে এক বছরের থাকার অনুমতি দেয়া হবে৷ পরীক্ষামূলক এই বছরে তাদের প্রমাণ দিতে হবে যা তারা জার্মান ভাষা শিখছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী৷ যদি প্রথম বছরে তারা দুটোই প্রমাণ করতে পারে তাহলে পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদে ভিসা দেয়া হবে৷
এক লাখ ৩০ হাজারের মতো অভিবাসী প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন বলে সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে৷
‘‘এই মানুষদের, যারা একটা লম্বা সময় জার্মানিতে অবস্থানের মাধ্যমে দেশটিতে নিজেদের জীবন গড়ছেন, বসবাস আইনের আওতায় বৈধভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করার সুযোগ দেয়া হবে,’’ লেখা হয়েছে নথিতে৷
তবে অপরাধীদের এই সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷
জার্মানির ব্ল্যাক ফরেস্ট শহর ফ্রাইবুর্গে কর্মরত এনজিও কর্মী উলরিশ স্নাইডার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এই উপদেষ্টা বলেন, ‘‘দীর্ঘদিন এরকম একটি আইনের অপেক্ষা করছি আমরা৷ কারণ এটা এমন মানুষদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেবে যারা একসময় ফেরত যেতে বাধ্য হওয়ার হুমকির মধ্যে জার্মানিতে জীবনযাপন করছিলেন৷’’
জার্মান অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক সরকারের এই উদ্যোগকে বর্তমান সময়ের প্রেক্ষিতে ‘‘প্রাগম্যাটিক এবং স্মার্ট’’ আখ্যা দিয়েছেন৷ কারণ ইউরোপের দেশটি এখন হসপিটালিটিসহ নানা খাতে কর্মী সংকটে ভুগছে৷
‘‘এইসব মানুষের দক্ষতা কাজে লাগাতে ব্যর্থ হলে সেটি আমাদের দেশের অর্থনৈতিক সম্ভাবনার বিপরীতে একটি পাপ হিসেবে বিবেচিত হবে,’’ বলেন তিনি৷
তবে, দেশটির বিরোধী দল সিডিইউ/সিএসইউ শুরু থেকে এই আইনের সমালোচনা করেছে৷ এর ফলে সুরক্ষা পাবে না জেনেও জার্মানিতে আসা মানুষগুলো দীর্ঘমেয়াদে জার্মানিতে থাকতে পারবে বলে এক ধরনের মানসিকতা অনেকের মধ্যে তৈরি হবে বলে মনে করেন সিডিইউর সাংসদ রাল্ফ ব্রিংকহাউস৷ বিষয়টি সামগ্রিক অভিবাসন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে বলে মনে করেন তিনি৷
১০ জুলাই ২০২২
সূত্র: ইনফো মাইগ্রেন্ট