3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

ইংলিশ চ্যানেলজুড়ে ছোট নৌকার সংখ্যা কমানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার৷ এর অংশ হিসেবে মানবাপাচারের বিরুদ্ধে অভিযান, ডিপোর্টেশন ফ্লাইটের সংখ্যা বাড়ানো, অনিয়মিত অভিবাসীদের শ্রমিক হিসাবে কাজের সুযোগ দেয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার৷

সম্প্রতি ব্রিটেনের কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, গত আট বছরের মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছেন দেশটির জনগণ৷ ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাউথপোর্ট শহরে তিন নারীকে হত্যার পর শুরু হওয়া মুসলিম এবং অভিবাসীবিরোধী দাঙ্গার পর বিষয়টি আরো প্রকট হয়েছে৷

দাঙ্গার সময়ে সাউথ ইয়র্কশায়ারের রদারহ্যামে আশ্রয়প্রার্থীদের একটি হোটেলে আগুন দেওয়ারও চেষ্টা হয়৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস জানিয়েছে, মানবপাচারকারীদের চক্র ভেঙে দিতে একশ জন তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করা হবে৷ তারা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ-এর হয়ে কাজ করবেন৷

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালেই সবশেষ বেশিসংখ্যক অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাজ্য৷ পরের বছরগুলোতে সেই সংখ্যা ক্রমশ কমেছে৷ কিন্তু এখন থেকে সংখ্যাটি বাড়ানোর দিকে নজর দিতে চায় সরকার৷

যেসব নিয়োগকর্তা অনিয়মিত অভিবাসীদের কর্মী হিসাবে নিয়োগ করেন তাদের আর্থিক জরিমানা করাসহ ব্যবসা বন্ধের আদেশও দেয়া হতে পারে৷ শুধু তাই নয়, তাদেরকে আইনের মুখেও দাঁড় করানো হবে বলে জানিয়েছে সরকার৷

হোম অফিস আরো জানিয়েছে, যেসব অনিয়মিত অভিবাসী দেশটিতে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা নির্বাসনের উপযোগী তাদের ফেরত পাঠানোর আগে আটক করা হবে৷

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, ‘‘আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতায়ন এবং ডিপোর্টেশন ফ্লাইটের সংখ্যা বাড়ানোর মধ্য দিয়ে আমরা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করব যা এই সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ কারণ দীর্ঘদিন ধরে চলা বিশৃঙ্খলার কারণে পুরো ব্যবস্থাটি ধ্বংস হয়ে গেছে৷’’

তিনি আরো বলেন, ‘‘সীমান্ত রক্ষায় আমরা আরো শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি৷’’

৫ জুলাই যুক্তরাজ্যের ক্ষমতা নেয় লেবার পার্টি৷ এরপর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার ৭০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে যু্ক্তরাজ্যে পৌঁছেছেন৷ ফলে মানবপাচার চক্র ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দেয়া লেবার পার্টি চ্যালেঞ্জের মুখে পড়েছে৷

নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতাগ্রহণের পর আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে বিগত সুনাক সরকারের নেয়া পরিকল্পনা বাতিলের ঘোষণা দেয় লেবার পার্টি৷

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মাসে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্যসহ অভিবাসনের মূল কারণগুলো মোকাবিলায় অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাজ্য৷

সূত্রঃ রয়টার্স, এএফপি

এম.কে
২৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে “সিক নোট সংস্কৃতি” বন্ধ করার পরিকল্পনায় ঋষি সুনাক

নিউজ ডেস্ক

বিদায় বরিস, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

ইউরোপীয় কমিশনের ইউকের বিরুদ্ধে নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক