9.8 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দিতে বতসোয়ানায়কেও প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য

বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমুগাং ভাপে জানিয়েছেন, যুক্তরাজ্যের পক্ষ থেকে তার দেশকে অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল৷ তবে যুক্তরাজ্যের সেই প্রস্তাব তার দেশ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেছেন তিনি৷

সাউথ আফ্রিকার একটি টেলিভিশন চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী৷

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফ্রিকা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাজ্য বতসোয়ানাকে অনিয়মিত অভিবাসীদের জায়গা দেয়ার প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু আমরা তাদের অনুরোধের সাথে একমত হইনি৷’’

যুক্তরাজ্যের পার্লামেন্টে সুনাক সরকারের বিতর্কিত রুয়ান্ডা বিল চূড়ান্তভাবে পাশ হওয়ার ঠিক কয়েক ঘণ্টা পরেই এমন তথ্য দিলেন বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী৷

চুক্তি অনুসারে, অনিয়মতি পথে যুক্তরাজ্যে পাড়ি জমানো অভিবাসন প্রত্যাশীদেরকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তর করা হবে৷ রুয়ান্ডায় রেখে যুক্তরাজ্যে তাদের আশ্রয়ের আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলবে৷

প্রধানমন্ত্রী সুনাক জানান, অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি আগামী জুলাইয়ে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার উদ্দেশে যাত্রা করবে৷

ধারণা করা হচ্ছে, আফ্রিকার আরেক দেশ বতসোয়ানাকে একই আদলের প্রস্তাব দিয়েছলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ যদিও বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী ভাপে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি৷

এদিকে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সাথে চুক্তি সইয়ের পর বতসোয়ানা, আর্মেনিয়া, কোস্টারিকা এবং আইভরি কোস্টকে প্রস্তাব দিয়েছিল ব্রিটিশ সরকার৷

বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমুগাং ভাপে বলেন, ‘‘আমরা নিজেরাই অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি৷ বিশেষ করে, আমাদের প্রতিবেশী দেশগুলোর অভিবাসীদের বিষয়ে৷ তাই আমি মনে করি, আমরা নিজেরাই যেহেতু এই অঞ্চলের সমস্যা মোকাবিলা করছি, অন্য দেশের অনিয়মিত অভিবাসীদের নেয়ার বিষয়টি বতসোয়ানার জন্য সঠিক নয়৷’’

সূত্রঃ এপি

এম.কে
২৭ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

সোশ্যাল হাউজিং 

নিউজ ডেস্ক

ইরানে বিষপ্রয়োগে হত্যা করা হচ্ছে প্রতিবাদী ছাত্রীদের

যুক্তরাজ্য ভ্রমণের নতুন গাইডলাইনে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক