TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

অবসরের পর রাজনীতি করা উচিতঃ সোহান

২০১৮ সালে জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মাশরাফির সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়ায় অনেক সমালোচনার জন্ম দিয়েছিলেন এই দুই ক্রিকেটার। রাজনীতি করলে অবসরের পর করা উচিত বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

রোববার (১১ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। এ সময় তিনি বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’

ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয় মন্তব্য করে সোহান আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অংকের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।’

ছাত্র-জনতার গণঅভ্যুথানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের করে দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় নড়াইল-২ আসনের এমপি মাশরাফির বাড়িতে। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন এমপি-মন্ত্রীরা। এ ঘটার পর প্রকাশ্যে দেখা যায়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

এম.কে
১১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধনঃ শ্রম সচিব

হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে নাঃ বিক্রম মিশ্রি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয়ঃ হাইকোর্ট