21.3 C
London
August 13, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অবৈধ পথে ইউরোপযাত্রার হার বেড়েছে ৬৮ শতাংশ

চলতি বছর ইইউভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশী প্রবেশের হার গত বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স। এ সংখ্যা ২০২১ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি। এ বছরের প্রথম ১১ মাসেই প্রায় তিন লাখ আট হাজার অভিবাসী অবৈধ পথে ইউরোপে গেছেন। সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ইতালিতে।

 

ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, চলতি বছর ইউরোপেীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। ২০২১ এর তুলনায় এ সংখ্যা ৬৮ শতাংশ বেশি বলে জানা গেছে। ২০১৬ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ বলে জানিয়েছে ফ্রন্টেক্স।

 

সংস্থাটি আরও জানায়, চলতি বছরের প্রথম ১১ মাসে প্রায় তিন লাখ আট হাজার অভিবাসনপ্রত্যাশী অবৈধ পথে ইইউর দেশগুলোতে প্রবেশ করেছে। এদের মধ্যে অর্ধেকই ইতালিতে রয়েছেন বলে জানা গেছে।

 

উন্নত জীবনের আশায় প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। জীবনের ঝুঁকি নিয়ে ইতালি, স্পেন, গ্রিসসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন তারা। সাগর পাড়ি দিতে গিয়ে বহু অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবরও পাওয়া যায়।

 

২০ ডিসেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

বরিস জনসন ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেনঃ প্রতিবেদন