6.5 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ির চেষ্টা ৩০ শতাংশ কমেছে

ফরাসি উপকূল থেকে ছোটো নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা কমেছে৷ ফরাসি নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিই এর কারণ বলে মনে করা হচ্ছে৷ উপকূলে পৌঁছানোর চেষ্টা করা অনেকগুলো ছোট নৌকাকে বাধা দেয়া হয়েছে৷

ফরাসি কোস্টগার্ড এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলবেনীয়রা যুক্তরাজ্যে তাদের জায়গা খুঁজে নিতে ছোট নৌকা ব্যবহার করে যাচ্ছে৷ তথ্যানুযায়ী বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৪ হাজার ব্যক্তি সমুদ্র পারাপারের চেষ্টা করেছেন। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, ২০২২ সালে সংখ্যাটা ছিল ৫২ হাজার অর্থাৎ পারাপার ৩০ শতাংশ কমেছে৷

ফরাসি কোস্টগার্ডের মুখপাত্র ভেরোনিক মাগনিন রয়টার্সকে জানিয়েছেন, “এটি নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের সঙ্গে যুক্ত। আমরা উপকূলে অনেকজনকে বাধা দিচ্ছি, জলে নামার আগেই, স্থলভাগেই বাধা দেয়া হচ্ছে তাদের৷’’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের সংখ্যা ১৬ শতাংশ কমেছে৷ চলতি বছরের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ৩৭ হাজার ৫৫৬ জন ব্রিটিশ উপকূলে পৌঁছেছিলেন৷ ২০২২ সালে একই সময়ে সংখ্যাটা ছিল ৪৪ হাজার ৪৯০ জন৷

আলবেনীয় ব্যতীত অন্যান্য জাতীয়তার অভিবাসন প্রত্যাশীদের আগমনের পরিমাণ বেড়েছে নয় শতাংশ৷ ফরাসিদের সঙ্গে আলবেনীয়দের বোঝাপড়া বেড়েছে বলেই জানা গিয়েছে৷

ফরাসি এনজিও ইতুপিয়া-৫৬ সবসময় অভিবাসীদের পাশে দাঁড়ায়৷ তারা বলেছে, পুলিশ এখন বেশি বাধা দিচ্ছে ৷ তবে এনজিওর ধারণা, পরে অভিবাসীদের আবারও চ্যানেল পেরিয়ে আসার চেষ্টা বাড়বে৷

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছতে গিয়ে নিয়মিত প্রাণ হারান অভিবাসীরা৷ কিন্তু এরপরেও প্রাণের ঝুঁকি নিয়েই উন্নত জীবনের সন্ধানে যাত্রা করেন তারা৷

এম.কে
১১ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

প্রাদেশিক পুলিশ প্রধানকে পৈশাচিকভাবে হত্যা করল তালেবান

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে বিমান ভেঙ্গে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার

নিউজ ডেস্ক

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করছে বড় প্রতিষ্ঠানগুলো