13.7 C
London
October 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ির চেষ্টা ৩০ শতাংশ কমেছে

ফরাসি উপকূল থেকে ছোটো নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা কমেছে৷ ফরাসি নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিই এর কারণ বলে মনে করা হচ্ছে৷ উপকূলে পৌঁছানোর চেষ্টা করা অনেকগুলো ছোট নৌকাকে বাধা দেয়া হয়েছে৷

ফরাসি কোস্টগার্ড এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলবেনীয়রা যুক্তরাজ্যে তাদের জায়গা খুঁজে নিতে ছোট নৌকা ব্যবহার করে যাচ্ছে৷ তথ্যানুযায়ী বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৪ হাজার ব্যক্তি সমুদ্র পারাপারের চেষ্টা করেছেন। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, ২০২২ সালে সংখ্যাটা ছিল ৫২ হাজার অর্থাৎ পারাপার ৩০ শতাংশ কমেছে৷

ফরাসি কোস্টগার্ডের মুখপাত্র ভেরোনিক মাগনিন রয়টার্সকে জানিয়েছেন, “এটি নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের সঙ্গে যুক্ত। আমরা উপকূলে অনেকজনকে বাধা দিচ্ছি, জলে নামার আগেই, স্থলভাগেই বাধা দেয়া হচ্ছে তাদের৷’’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের সংখ্যা ১৬ শতাংশ কমেছে৷ চলতি বছরের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ৩৭ হাজার ৫৫৬ জন ব্রিটিশ উপকূলে পৌঁছেছিলেন৷ ২০২২ সালে একই সময়ে সংখ্যাটা ছিল ৪৪ হাজার ৪৯০ জন৷

আলবেনীয় ব্যতীত অন্যান্য জাতীয়তার অভিবাসন প্রত্যাশীদের আগমনের পরিমাণ বেড়েছে নয় শতাংশ৷ ফরাসিদের সঙ্গে আলবেনীয়দের বোঝাপড়া বেড়েছে বলেই জানা গিয়েছে৷

ফরাসি এনজিও ইতুপিয়া-৫৬ সবসময় অভিবাসীদের পাশে দাঁড়ায়৷ তারা বলেছে, পুলিশ এখন বেশি বাধা দিচ্ছে ৷ তবে এনজিওর ধারণা, পরে অভিবাসীদের আবারও চ্যানেল পেরিয়ে আসার চেষ্টা বাড়বে৷

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছতে গিয়ে নিয়মিত প্রাণ হারান অভিবাসীরা৷ কিন্তু এরপরেও প্রাণের ঝুঁকি নিয়েই উন্নত জীবনের সন্ধানে যাত্রা করেন তারা৷

এম.কে
১১ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ভারতকে চাপে রাখার কৌশল, এবার কম দামে পাকিস্তানকেও তেল বিক্রি পুতিনের

যুক্তরাজ্যে দ্রুততম গতিতে বাড়ছে দ্রব্যমূল্য, বাড়তে পারে সুদের হারও

অনলাইন ডেস্ক

ভুল করে’ জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী