TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসনের ‘অসহনীয় চাপ’ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অনিয়মিত অভিবাসনের ফলে সৃষ্ট ‘অসহনীয় চাপ’ নিয়ে কথা বলবেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান৷ আগামী সোমবার থেকে তিন দিনের যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন তিনি তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

হোম অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন সুয়েলা ব্র্যাভারম্যান৷ সেখানে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় একটি দেশের করণীয় এবং এই ইস্যুতে যুক্তরাজ্যের নেয়া উদ্ভাবনী সিদ্ধান্তগুলো নিয়েও আলোকপাত করবেন তিনি৷

এক বিবৃতিতে ব্র্যাভারম্যান বলেন, ‘‘অনিয়মিত অভিবাসন অ্যামেরিকা, যুক্তরাজ্য এবং ইউরোপ জুড়ে অসহনীয় চাপ তৈরি করছে৷’’

তিনি বলেন, ‘‘আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং ৫০ বছরেরও বেশি সময় আগে তৈরি আন্তর্জাতিক আইন ও আইনি কাঠামোগুলো গতিশীল ও স্মার্টফোনের বিশ্বে কতোটা সময়োপযোগী তা নিয়ে প্রশ্ন তুলতে হবে৷’’

গত বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া ঋষি সুনাক ইংলিশ চ্যানেল হয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে ‘নৌকা বন্ধ’ করাকে নিজের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হিসেবে গ্রহণ করেছেন৷

তবে, আশ্রয়প্রার্থীদের নিরাপদ তৃতীয় দেশ হিসেবে রুয়ান্ডা স্থানান্তরে যুক্তরাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছেন, আদালতের রায়ে তা বাস্তবায়ন করতে পারছে না সুনাক প্রশাসন৷ যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এ বছরের জুন পর্যন্ত পূর্ববর্তী এক বছরে ছোটো নৌকা নিয়ে চ্যানেল পাড়ি দিয়ে অন্তত ৪৫ হাজার অনিয়মিত অভিবাসী এসেছেন যুক্তরাজ্যে৷ এক বছরে অভিবাসী আগমন বেড়েছে ২৬ শতাংশ৷

অনিয়মিত অভিবসান নিয়ে চাপে আছে যুক্তরাষ্ট্রও৷ সেপ্টেম্বরের প্রথমার্ধে ইউএস-মেক্সিকো সীমান্তে এক লাখ ৪২ হাজারেও বেশি অভিবাসীর মুখোমুখি হয়েছিল বাইডেন প্রশাসন৷

সোমবার থেকে শুরু হওয়া ওয়াশিংটন সফরে অনিয়মিত অভিবাসন এবং সংগঠিত অভিবাসন সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা চাইবেন তিনি৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাসসহ আইনপ্রণেতা এবং জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি৷

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ‘‘আমি ওয়াশিংটনে যাচ্ছি অনিয়মিত অভিবাসন ইস্যুতে আমাদের অ্যামেরিকান কাউন্টারপার্টের সঙ্গে আলোচনা করতে৷ আমরা যদি এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হই, তাহলে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের গণতান্ত্রিক বৈধতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে৷’’

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ভোটে জিতেই বিএনপি সমর্থিত কাউন্সিলর খুন

স্প্রিং বাজেট ২০২৪: গ্রেট ব্রিটেনের অর্থনীতি

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে চাপের মুখে ঋষি সুনাক

নিউজ ডেস্ক