5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসনের ‘অসহনীয় চাপ’ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অনিয়মিত অভিবাসনের ফলে সৃষ্ট ‘অসহনীয় চাপ’ নিয়ে কথা বলবেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান৷ আগামী সোমবার থেকে তিন দিনের যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন তিনি তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

হোম অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন সুয়েলা ব্র্যাভারম্যান৷ সেখানে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় একটি দেশের করণীয় এবং এই ইস্যুতে যুক্তরাজ্যের নেয়া উদ্ভাবনী সিদ্ধান্তগুলো নিয়েও আলোকপাত করবেন তিনি৷

এক বিবৃতিতে ব্র্যাভারম্যান বলেন, ‘‘অনিয়মিত অভিবাসন অ্যামেরিকা, যুক্তরাজ্য এবং ইউরোপ জুড়ে অসহনীয় চাপ তৈরি করছে৷’’

তিনি বলেন, ‘‘আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং ৫০ বছরেরও বেশি সময় আগে তৈরি আন্তর্জাতিক আইন ও আইনি কাঠামোগুলো গতিশীল ও স্মার্টফোনের বিশ্বে কতোটা সময়োপযোগী তা নিয়ে প্রশ্ন তুলতে হবে৷’’

গত বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া ঋষি সুনাক ইংলিশ চ্যানেল হয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে ‘নৌকা বন্ধ’ করাকে নিজের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হিসেবে গ্রহণ করেছেন৷

তবে, আশ্রয়প্রার্থীদের নিরাপদ তৃতীয় দেশ হিসেবে রুয়ান্ডা স্থানান্তরে যুক্তরাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছেন, আদালতের রায়ে তা বাস্তবায়ন করতে পারছে না সুনাক প্রশাসন৷ যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এ বছরের জুন পর্যন্ত পূর্ববর্তী এক বছরে ছোটো নৌকা নিয়ে চ্যানেল পাড়ি দিয়ে অন্তত ৪৫ হাজার অনিয়মিত অভিবাসী এসেছেন যুক্তরাজ্যে৷ এক বছরে অভিবাসী আগমন বেড়েছে ২৬ শতাংশ৷

অনিয়মিত অভিবসান নিয়ে চাপে আছে যুক্তরাষ্ট্রও৷ সেপ্টেম্বরের প্রথমার্ধে ইউএস-মেক্সিকো সীমান্তে এক লাখ ৪২ হাজারেও বেশি অভিবাসীর মুখোমুখি হয়েছিল বাইডেন প্রশাসন৷

সোমবার থেকে শুরু হওয়া ওয়াশিংটন সফরে অনিয়মিত অভিবাসন এবং সংগঠিত অভিবাসন সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা চাইবেন তিনি৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাসসহ আইনপ্রণেতা এবং জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি৷

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ‘‘আমি ওয়াশিংটনে যাচ্ছি অনিয়মিত অভিবাসন ইস্যুতে আমাদের অ্যামেরিকান কাউন্টারপার্টের সঙ্গে আলোচনা করতে৷ আমরা যদি এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হই, তাহলে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের গণতান্ত্রিক বৈধতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে৷’’

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

আদাল‌তে কাঁদলেন এম‌পি আপসানা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের লুটনের ‘বার্বি’ অভিনেতা রমজান মিয়া ঢাকায় আসছেন

পশ্চিমা দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনলাইন জনশক্তির জনপ্রিয়তা বাড়ছে