15.7 C
London
May 14, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসীদের জন্য রুয়ান্ডা নিরাপদ, আদালতে যুক্তরাজ্য সরকার

অনিয়মিত অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে যুক্তরাজ্য সরকার৷ ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ঠেকাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দেশটির সরকার৷ তবে অভিবাসীদের পাঠানোর জন্য রুয়ান্ডাকে অনিরাপদ বলে আসছে জাতিসংঘের শরনার্থী সংস্থা৷

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড আসা অভিবাসীদেরকে রুয়ান্ডায় পাঠানো বিষয়ে সোমবার উচ্চ আদালতে তিনদিনের শুনানি শুরু হয়েছে৷ প্রথম দিন পাঁচ বিচারকের সামনে রুয়ান্ডা পাঠানোর সপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি আইনজীবী জেমস ইয়াডি৷ তিনি বলেন, রুয়ান্ডা যুক্তরাজ্যের মতো আকর্ষণীয় নয় ঠিকই, কিন্তু মোটেও অনিরাপদ নয়৷

দুই দেশের মধ্যে করা চুক্তি যাতে ঠিকঠাক কাজ করে সেই বিষয়ে লন্ডন ও কিগালি প্রতিশ্রুতিবদ্ধ বলে আদালতকে জানান তিনি৷ এর আগে জুনে ইউরোপীয় আদালত অভিবাসীদের পাঠানোর জন্য চার হাজার মাইল দূরের রুয়ান্ডাকে অনিরাপদ ও অবৈধ বলে রায় দিয়েছিল৷ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো হলে তাদের আবারও নিজ দেশে প্রত্যাবর্তন এবং নির্যাতনের করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে রায় দেয় ব্রিটেনের উচ্চ আদালতও৷ অনিয়মিত অভিবাসীদের আগমন বন্ধে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিশ্রুতি বাস্তবায়নে তা বড় বাধা হয়ে দেখা দেয়৷ রায়ের পরিবর্তন চেয়ে তাই আপিল করে সরকার৷

শুনানিতে সরকারের আইনজীবী বলেন বিপজ্জনক এবং জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ অন্যদিকে আশ্রয়প্রার্থীদের পক্ষের আইনজীবী রাজা হোসেন আদালতকে বলেন, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর শঙ্কা আছে যা আন্তর্জাতিক আইনের বরখেলাপ৷ ‘কর্তৃত্ববাদী, একদলীয়’ শাসনের অধীনে থাকা রুয়ান্ডার সরকার ‘গ্রেপ্তার, নির্যাতন ও হত্যার’ মাধ্যমে বিরোধী মত দমন করে বলেও আদালতকে জানান তিনি৷

শুনানিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর আইনজীবীও অংশ নেন৷ আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে সংস্থাটির সতর্কতার কথা আদালতের কাছে তুলে ধরেন তিনি৷

পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা অভিবাসীদের মধ্যে যাদের যুক্তরাজ্যে আশ্রয় আবেদন অগ্রহণযোগ্য হবে তাদেরকে রুয়ান্ডায় পাঠাবে সরকার৷ তাদের আশ্রয়ের পরবর্তী প্রক্রিয়া আফ্রিকার দেশটিতেই চলবে এবং সেখানেই থাকতে হবে৷ জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসলেও রুয়ান্ডার সরকার বলছে তারা যুক্তরাজ্য থেকে পাঠানো অভিবাসীদের ‘নতুন ও নিরাপদ জীবন’ দেবে৷

এম.কে
১২ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

কিং চার্লসের রাজ্যাভিষেকে যাচ্ছেন একমাত্র কোন বলিউড নায়িকা

নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

যুক্তরাজ্যের হাসপাতালে চরম বর্ণবিদ্বেষের অভিযোগ