5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসীদের জন্য স্বাস্থ্য কর বাড়ালো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর প্রায় দ্বিগুণ বাড়িয়েছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস। এটি বাংলা‌দেশিসহ সব অভিবাসীদের মধ্যে নতুন উ‌দ্বেগের সৃ‌ষ্টি করেছে। এই নীতি কার্যক‌র হলে বাংলা‌দেশসহ বি‌ভিন্ন দেশ থেকে ভিসার আ‌বেদনের সময় ব‌র্ধিত ফি দিতে হবে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি থেকে এই আইন কার্যকর করা হবে। স্বাস্থ্য কর ৬২৪ থেকে বাড়িয়ে এক হাজার ৩৫ ব্রিটিশ পাউন্ড করা হয়েছে।

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসা, স্পাউস ভিসা ও স্টুডেন্ট ভিসাসহ সব ভিসার ক্ষে‌ত্রে এই ব‌র্ধিত ফি কার্যকর হ‌লে বাড়‌তি ব্যয়ের চাপে পড়বেন আবেদনকারীরা।

চল‌তি বছ‌রের জুলাই মাসে সরকার এ ফি বাড়ানোর ঘোষণা দি‌য়েছিল। ত‌বে ভিজিটর ভিসার জন্য আবেদন করলে আবেদনকারীকে এ ফি দি‌তে হবে না। এ ফি যেসব আবেদনকারীর জন‌্য বাধ‌্যতামূলক তা‌দের ব্যক্তিগত চিকিৎসা বিমা থাকলেও এ অর্থ প্রদান করতে হবে।

এম.কে
৩০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে কর্মী ধরে রাখতে মজুরি বাড়াচ্ছে সুপার চেইন শপগুলো

Hunting down the Covid loan fraudsters

অনলাইন ডেস্ক

নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানে সেনাবাহিনীর ক্ষমতা দখল