4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসী তাঁবু’ সীমিত করার সিদ্ধান্তের পেছনে যুক্তরাজ্য সরকারের যুক্তি

অভিবাসীদের তাঁবুতে রাখা বন্ধ করতে ব্রিটেনের সরকার সম্প্রতি যে আইনের প্রস্তাব করেছে, তা নিয়ে বেশ কিছুদিন হতেই সমালোচনা হচ্ছিল বলে সংবাদমাধ্যমের খবরে জানা যাত৷ তবে সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছে ব্রিটিশ সরকার৷

দেশটির উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন সম্প্রচার সংস্থা বিবিসিকে বলেছেন, সরকার ‘তাঁবুর শহর‘ প্রতিরোধের লক্ষ্যে আইনের দিকে নজর দিচ্ছে। আমাদের এই ধরনের তাঁবুর শহর ও এমন ধারণাগুলোকে থিতু হবার অনুমতি দেয়া উচিত নয়৷ তাই আমরা এর সমাধান করতে প্রয়োজনীয় আইনের দিকে নজর দিচ্ছি।

খবরে জানা যায়, জ্বালানি সংকটের কারণে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির ফলে বাড়ির মর্টগেজ ও ভাড়া বাড়ায় অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় এসে থাকছেন৷ তাদের ও নতুন শরণার্থীদের জন্য তাঁবুর ব্যবস্থা করছিল এনজিওগুলো৷ তা বন্ধ করতেই সরকার এমন আইন করার প্রস্তাব করে৷

স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এই তাঁবুগুলোকে ‘উপদ্রব’ ও ‘দুর্দশা’ বলে উল্লেখ করেন এবং এরপর বিরোধী দল ও এনজিওগুলোর তোপের মুখে পড়েন তিনি৷

২০২৪ সালের মধ্যে রাস্তায় এমন যত্রতত্র ঘুমানো বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার৷ আবাসন প্রতিষ্ঠানগুলো একে বাস্তববাদী লক্ষ্য বলছেন না৷

গৃহহীনতা নিয়ে জুলাই মাসে প্রকাশিত হেরিওট-ওয়াট ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালের নভেম্বরে ইংল্যান্ডে তিন হাজারের বেশি মানুষ রাস্তায় ঘুমান৷ আগের বছরের তুলনায় তা এক চতুর্থাংশ বেশি৷ ২০২১ ও ২০২২ সালের মধ্যে দুই লাখ ৯০ হাজার পরিবার সরকারের কাছে গৃহহীনতার আওতায় সাহায্যের আবেদন করে৷

এনজিওগুলো বলছে, একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে কেউ ইচ্ছে করে রাস্তায় এসে থাকছেন না বা থাকতে চাইছেন না৷ সরকারের ব্যর্থ নীতির কারণে এই পরিস্থিতি৷

এম.কে
০৮ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রিটেন ভ্রমণে ‘ট্রাফিক লাইট’ পদ্ধতি বাতিল হচ্ছে অক্টোবরে

অনলাইন ডেস্ক

ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত ৬১ সাংবাদিক: সিপিজে

যুক্তরা‌জ্যে অবৈধ কর্মী ধরতে অভিযান, বাংলাদেশি ক‌মিউ‌নি‌টি‌তে উ‌দ্বেগ