9.5 C
London
November 14, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসী পাচারঃ ব্রিটেনে এক ইরানির ১৭ বছরের কারাদণ্ড

ফরাসি উপকূল থেকে কুর্দি অভিবাসীদের ব্রিটেনে পাচারের দায়ে এক ইরানি নাগরিককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে একটি ব্রিটিশ আদালত৷ শুক্রবার (৮ নভেম্বর) এই রায় দেয় আদালতটি৷

ব্রিটিশ জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাজাপ্রাপ্ত ৩৪ বছর বয়সি ইরানি নাগরিকের নাম আমানজ হাসান জাদা৷ ২০২৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বাড়ি থেকে তিন দফায় পারাপারে যুক্ত থাকার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে৷

এনসিএ আরো জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি অভিবাসীদের আকৃষ্ট করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতেন৷

বিশেষ করে, নানা ধরনের ভিডিও বিজ্ঞাপন দিতেন৷ সেখানে দেখা যেত, অভিবাসীরা সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন৷

ব্রিটিশ তদন্তকারীদের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, কুর্দি ভাষায় গাওয়া একটি গানে তাকে ‘সেরা পাচারকারী’’ হিসেবে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তিরা৷ ভিডিওতে আরো দেখা গছে, আমানজ হাসানকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে অর্থ আর বন্দুক থেকে ফাঁকা গুলি ছোঁড়া হচ্ছে৷

এনসিএ প্রধান মার্টিন ক্লার্ক বলেন, “আমানজ হাসান জাদা একটি অত্যাধুনিক ব্যবসা পরিচালনা করেন৷ যদিও তিনটি বেআইনি পারাপারের সাথে তার সরাসরি যুক্ত থাকার প্রমাণ পেয়েছি আমরা৷ আমাদের কোনো সন্দেহ ছাড়া বলতে পারি, ওই ব্যক্তি আরো অনেক পাচারের সাথে যুক্ত৷’’

ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, এই ইরানি ছাড়াও দুই জন ব্রিটিশ এবং আরো দুই জন ইরানিকে অন্য একটি মামলায় শুক্রবার সাজা দিয়েছে আদালত৷

আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) বৃহত্তর তদন্তের অংশ হিসাবে যুক্তরাজ্যে নয় জনকে গ্রেপ্তার করার কয়েকদিন পর অর্থাৎ শুক্রবার এসব ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে যুক্তরাজ্যের আদালত৷

কিয়ার স্টারমারের নতুন সরকার ব্রিটেনে অনিয়মিত অভিবাসন কমাতে অভিবাসী পাচারকারীদের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার হিসাবে নিয়েছে৷

চলতি বছর ফরাসি উপকূল থেকে বিপজ্জনক যাত্রার সংখ্যা বেড়েছে এবং রেকর্ড সংখ্যক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এমন প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী গেল সপ্তাহে নিরাপত্তা খাতে নতুন অর্থায়নের ঘোষণা দিয়েছেন৷

ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, ২০২৪ বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী দেশটির উপকূলে পৌঁছেছেন৷

সূত্রঃ এএফপি

এম.কে
১৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিয়ে বিমুখ ব্রিটেনে এক পশলা বৃষ্টি বাংলাদেশীরা

ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে একজন ব্রিটিশ নাগরিককে ডিপোর্টেসন আদেশ হতে রক্ষা করল আদালত