TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অর্থনৈতিক দুরাবস্থার সময়ে বাড়তে যাচ্ছে ১০% কাউন্সিল ট্যাক্স

জীবনযাত্রার ব্যয়ের সংকটের মধ্যে স্কটল্যান্ডের কাউন্সিল ১০% কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে।

স্কটিশ বর্ডার্স জন সুইনি’র আহ্বান অমান্য করে সর্বশেষ কাউন্সিল হিসেবে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধিকে সীমিত না রাখার সিদ্ধান্ত নিতে চলেছে।

দ্য স্কটসম্যান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, টরি-নেতৃত্বাধীন এই কর্তৃপক্ষ চলতি মাসের শেষের দিকে এক বৈঠকে ১০ শতাংশ ট্যাক্স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে অতিরিক্ত ৭ মিলিয়ন পাউন্ড রাজস্ব আসবে।

সুইনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে তার সরকারের খসড়া বাজেট কাউন্সিলগুলোর জন্য ইতিবাচক এবং বড় ধরনের কর বৃদ্ধির প্রয়োজন নেই। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ১০ শতাংশ বৃদ্ধি কি বেশি কি না, তিনি বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।” তিনি আরও যোগ করেন, “আমি মনে করি না এটি প্রয়োজনীয়।”

স্কটিশ সরকার নিশ্চিত করেছে যে বর্ডার্স কাউন্সিল ২০২৫/২৬ অর্থবছরের জন্য অতিরিক্ত ১৯ মিলিয়ন পাউন্ড তহবিল পাবে। তবে কর্তৃপক্ষ বলেছে, এর বেশিরভাগই রিয়েল লিভিং ওয়েজ প্রদান এবং বিনামূল্যে স্কুল মিলের খরচ মেটাতে ব্যবহৃত হবে।

কাউন্সিল নেতা ইউয়ান জারডাইন এই বৃদ্ধির বিষয়ে বলেন, ” এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, তবে আমরা রাজনীতিতে আসিনি শুধু সহজ সিদ্ধান্ত নেওয়ার জন্য।”

তিনি আরও বলেন, ” দুঃখজনকভাবে, আমরা বর্তমানে যে আর্থিক অবস্থানে আছি, কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এটি কোনো রাজনৈতিক চাল নয়। এটি জনগণের সেবাগুলো টিকিয়ে রাখার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়।”

ইস্ট লোথিয়ান কাউন্সিল ১০.৬ শতাংশ কর বৃদ্ধি বিবেচনা করছে, আর ধারণা করা হচ্ছে এডিনবরার ক্ষেত্রে এই হার হবে ৮ শতাংশ। গ্লাসগো কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫ শতাংশ বৃদ্ধির আলোচনা করেছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুইনি বলেছেন যে তার দেওয়া তহবিল প্রস্তাব কাউন্সিলগুলোর জন্য ইতিবাচক। তিনি বলেন, ” আমি মনে করি, যদি কাউন্সিল নেতারা খোলাখুলি কথা বলেন, তবে তারা স্বীকার করবেন যে প্রত্যাশার তুলনায় তারা ভালো বাজেট বরাদ্দ পেয়েছেন।”

সূত্রঃ দ্য স্কটসম্যান

এম.কে
১৩ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটে‌নে ফি‌লি‌স্তি‌নের প‌ক্ষে লা‌খো মানুষের পি‌টিশন উঠ‌ছে সংস‌দে

প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা