7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অর্থনৈতিক সংকটে যুক্তরাজ্যের হাই স্ট্রিট ব্র‍্যান্ডের বিভিন্ন ব্রাঞ্চ বন্ধ হবার পথে

আইসল্যান্ড যুক্তরাজ্যের একটি প্রধান সুপারমার্কেট চেইন স্টোর।যুক্তরাজ্যে তাদের ৫০০ টি ব্রাঞ্চ এবং ফুড ওয়ারহাউস ব্র্যান্ডের আরও ১৫৩টি আউটলেট রয়েছে।
সুপারমার্কেট চেইনস্টোর আইসল্যান্ড ইউকে জুড়ে বেশ কয়েকটি স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে, এরমাঝে কয়েকটি ব্রাঞ্চ কয়েক সপ্তাহের ভিতরে বন্ধ হয়ে যাবে। তবে কর্মীছাটাই করা হবে কিনা সেই ব্যাপারে আইসল্যান্ড কর্তৃপক্ষ হতে এখনও বিস্তারিত জানা যায় নাই।
আইসল্যান্ডই একমাত্র চেইনস্টোর নয় যারা তাদের ব্রাঞ্চ বন্ধ করার পরিকল্পনা করেছে। মার্কস এণ্ড স্পেনসার,এইচ এণ্ড এম,হাউস অফ ফ্রেইজারও তাদের হাই স্ট্রিট ব্র‍্যান্ডের বিভিন্ন শাখা বন্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছে। তাছাড়া বিভিন্ন হাই স্ট্রিট ব্যাংকও তাদের ব্রাঞ্চ কমানোর ঘোষণা দিয়েছে।
আর্থিক সংকট ও মহামারী পরবর্তী সময়ে ভোক্তাদের অনলাইন শপিংয়ের ঝোঁক সৃষ্টি হাই স্ট্রিট ব্র্যান্ড দোকান বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ। তাছাড়া আকাশছোঁয়া বিদ্যুৎ ও নানা বিল বৃদ্ধি যুক্তরাজ্যের পরিবারগুলির উপর প্রভাব সৃষ্টি করেছে।
এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

পঞ্চাশোর্ধ্বদের ভ্যাকসিনের ৩য় ডোজ দেবে ব্রিটেন

আপাতত ব্রিটেনের কৃষি ভিসায় বাংলাদেশিদের সুযোগ নেই

অর্ডার মিলছে না গার্মেন্টসের, শিল্পে বিপর্যয়ের আশঙ্কা!