সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের স্মৃতি রক্ষায় যুক্তরাজ্যে গঠিত হলো এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ। গত ৩১ জুলাই ঘোষিত কমিটিতে ৮১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে আরও ২০ জন যোগ করে ১০১ সদস্যে সম্প্রসারিত হবে। মরহুম সাইফুর রহমানের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানের অনুমোদনে এই কমিটি গঠিত হয়।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী অবদান রাখা এম. সাইফুর রহমান ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তবাজার অর্থনীতি, বেসরকারিকরণ, ব্যাংকিং খাতের সংস্কার এবং বৈদেশিক বিনিয়োগে যুগোপযোগী নীতি প্রণয়ন করেন। বিশেষ করে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংকের স্বীকৃতি পাওয়া এই অর্থনীতিবিদকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাজ্যে প্রবাসী মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফুজ্জামান চৌধূরী তপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল ওয়াহিদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধূরী।
নতুন কমিটি আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে। এই আয়োজনের মাধ্যমে প্রবাসীরা তার অর্থনৈতিক ও রাজনৈতিক অবদানের স্মরণে নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে চান।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০২ আগস্ট ২০২৫