TV3 BANGLA
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগে ভারতীয় যুবক গ্রেপ্তার–ভিডিও ভাইরাল

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় রাস্তার পাশের খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ভারতীয় যুবক। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার যুবকটিকে একটি বাড়ির সামনে মলত্যাগের সময় থামিয়ে দেন। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কার্টার সেই মুহূর্তে যুবকটিকে প্রশ্ন করছেন—“ভাই, আপনি কী করছেন?” যুবকটি দ্রুত প্যান্ট তুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, “আপনি কী বলছেন?”

কার্টার এরপর কঠোরভাবে বলেন, “এটা অস্ট্রেলিয়া—খোলা জায়গায় পায়খানা করবেন না।” যুবকটি দাবি করেন তিনি “শুধু প্রস্রাব করছিলেন”, কিন্তু কার্টার অভিযোগ তোলেন যে তিনি বসে ছিলেন এবং সেই অবস্থায় প্রস্রাব করা সম্ভব নয়।

পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠলে কার্টার যুবকটিকে ‘কুকুর’ বলে গালমন্দ করেন এবং তার পায়ের কাছে মাটি ছুড়ে মারেন। পরবর্তীতে তিনি পুরো ঘটনাটি ফেসবুকে পোস্ট করে লেখেন—“এটা কি স্বাভাবিক?”

অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ। দক্ষিণ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী নির্ধারিত টয়লেট ছাড়া প্রকাশ্যে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, আর সামাজিকমাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

বিদেশি কর্মী টানতে ভিসার সংখ্যা ৩০ গুণ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

আফ্রিকায় শীর্ষ বিনিয়োগকারী আরব আমিরাত