TV3 BANGLA
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শিশুর খেলার বালিতে অ্যাসবেসটোসের ঝুঁকি, ৭৪টি স্কুল বন্ধ ঘোষণা

অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও আরো কয়েকটি প্রদেশে শিশুদের খেলার সামগ্রী বালিতে অ্যাসবেসটোস পাওয়া যাওয়ার শঙ্কায় ৭৪টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোক্তা নিয়ন্ত্রণ সংস্থা কয়েকটি বালি পণ্য বাজার থেকে ফেরত আনতে নির্দেশ দিয়েছে।

প্রথমে এডুকেশনাল কালার্স-এর কাডিঙ্ক স্যান্ড, রেইনবো স্যান্ড এবং ক্রিয়েটিস্টিকস-এর রঙিন বালি পণ্যগুলো ফেরত আনার নির্দেশ দেওয়া হয়। পরে অফিসওয়ার্কস ও কেএমার্ট-এর আরও কিছু বালি পণ্যের জন্য একই ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। সংক্রমণ শঙ্কার পণ্য থাকলে তা সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অ্যাসবেসটোস একটি বিপজ্জনক পদার্থ, যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে মারাত্মক রোগ সংক্রমণ ঘটাতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন শিশুদের জন্য বালিতে খেলার ঝুঁকি কম। পরীক্ষায় দেখা গেছে, বালির কণা এত সূক্ষ্ম নয় যে ফুসফুসে পৌঁছাতে পারে।

অ্যাসবেসটোস সংক্রমণ হতে পারে এমন প্রায় সকল পণ্য চীনে তৈরি। চীনে এখনও অ্যাসবেসটোস ব্যবহৃত হয়, তাই উৎপাদনের সময় সংক্রমণের সম্ভাবনা আছে। তাই অস্ট্রেলিয়ায় এর আমদানি সীমিত, কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়।

বালির পণ্য ব্যবহার বা ফেলার সময় দস্তানা, মাস্ক ও কভার পরিধান করে শক্ত প্লাস্টিকের ব্যাগে ভরে নিরাপদ স্থানে রাখা বা অনুমোদিত স্থানে ফেলা উচিত।
বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা অধিদপ্তর।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

আফ্রিকার ইব্রাহিম ত্রাউরের যাত্রা ও বাংলাদেশের তরুণ নেতৃত্বের সংকট