TV3 BANGLA
স্পোর্টস

আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন মুস্তাফিজ, যা জানাল ভারত

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এর মাঝেই আইপিএল ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটাই এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দল পেয়েছেন।

 

নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এবং কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন যে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআরকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। কিছু ধর্মীয় নেতা ম্যাচে পিচ আক্রমণের হুমকিও দিয়েছেন। কেকেআর মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনা করা হয়েছে।

কিন্তু বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে। বিসিসিআইর এক উচ্চপদস্থ ইনসাইডস্পোর্টকে বলেছেন, “এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।”

বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা নেই। ভিসা নিয়েও সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

আইপিএলে এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি, গড় ২৮.৪৫ এবং ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার-কাটার ভয়ঙ্কর। কেকেআর-এর বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন তিনি। দলটির স্কোয়াড এখন বেশ ভারসাম্যপূর্ণ, চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে তারা।

যদিও জাতীয় দলের দায়িত্বের কারণে মুস্তাফিজ কয়েকটা ম্যাচ মিস করতে পারেন (নিউজিল্যান্ড সিরিজের জন্য), তবে পুরো টুর্নামেন্টে খেলার সম্ভাবনাই বেশি। ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখার চেষ্টা করছে বিসিসিআই। দেখা যাক, আইপিএল ২০২৬-এ মুস্তাফিজের ‘কাটার’ কতটা জাদু দেখাতে পারে!

সূত্রঃ স্যোশাল মিডিয়া \ ইনসাইডস্পোর্টস

এম.কে

আরো পড়ুন

১২ লাখ টাকা বেতনে জাতীয় দলের কোচ হচ্ছেন সালাউদ্দিন!

কেন্টের হয়ে খেলবেন বাংলাদেশী আরাফাত

মেসির স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে বাংলাদেশি!