0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আইসল্যান্ড সুপারমার্কেটে বয়স্কদের জন্য ডিসকাউন্ট

গ্রাহকদের জন্য নতুন একটি ডিসকাউন্ট অফার করতে চলেছে সুপারমার্কেট চেইন আইসল্যান্ড। এতে কারো বয়স ৬০ বছর অতিক্রম করলে কেনাকাটার উপর ১০% ডিসকাউন্ট পাবেন তিনি। ২৪ মে থেকে চালু হবে এই ডিসকাউন্ট, আর পাওয়া যাবে প্রতি মঙ্গলবার।

 

মিররের প্রতিবেদনে বলা হয়, এই ডিসকাউন্ট পাওয়ার জন্য গ্রাহককে বয়সের প্রমাণ দেখাতে হবে। যে কোনো মূল্যের সব রকম আইটেমেই মিলবে ডিসকাউন্ট।

 

রেটেইলারটি জানিয়েছে, যুক্তরাজ্যের তিন-চতুর্থাংশ বয়স্ক মানুষ (৯.৪ মিলিয়ন) জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তারা এই অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে (এজ ইউকে সম্প্রতি এই তথ্য প্রকাশ করে)।

 

এটিই হবে প্রথম সুপারমার্কেট যা 60-এর বেশি বয়সীদের জন্য ডিসকাউন্ট চালু করবে।

 

আইসল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রিচার্ড ওয়াকার বলেছেন: “৬০-এর বেশি বয়সী গ্রাহকদের সমর্থন করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের। প্যানডেমিক যখন প্রবল আকারে দেখা দেয় তখন আমরা ‘এল্ডার আওয়ার’ চালু করি।

 

এদিকে, এই সপ্তাহে, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ভোক্তাদের জন্য খাদ্য সরবরাহ এবং আকাশছোঁয়া খরচের বিষয়ে “অ্যাপোক্যালিপটিক” সতর্কতা জারি করেছেন।

 

২১ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

কোন মানুষই অবৈধ নয় – ২১ এপ্রিল ২০২১

অনলাইন ডেস্ক

২০২২-এর আগে নতুন কোনো বিধিনিষেধ নয়

ভারতে ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু