18.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আকিল মাহদী হত্যাকাণ্ডে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

টাওয়ার হ্যামলেটের ব্রিটিশ বাংলাদেশি তরুণ মোহাম্মদ আকিল মাহদী হত্যাকণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এমন তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মেট পুলিশের ওয়েবসাইটে এই খবর জানানো হয়। জানা যায়, বুধবার (১০ নভেম্বর) তাদেরকে আদলতে নেওয়ার কথা রয়েছে।

 

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন, নেভিগেশন রোডের মাজেদ আহমেদ (১৮), বিশপওয়ের মুজাহিদ আলী (২১) এবং ভিক্টোরিয়া ডক রোডের আবুল কাশেম (২৮)।

 

গত ৬ নভেম্বর নেভিগেশন রোডে ২২ বছর বয়সী তরুণ আকিল ছুরিকাঘাতে নিহত হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ওইদিন সকাল ৮টা ৩০ মিনিটে নেভিগেশন রোডে খুঁজে পান প্যারামেডিক্সরা। তারা তাকে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

 

১০ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

১২ দেশে হচ্ছে টিউলিপের অর্থপাচারের তদন্ত

দীর্ঘমেয়াদে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়ছে ইইউ-যুক্তরাজ্য বাণিজ্যে

পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগী