8.2 C
London
November 18, 2024
TV3 BANGLA
ইউরোপ

আগামিতে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি ‘ দেখবে ইউরোপ : জার্মান প্রতিরক্ষামন্ত্রী

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ২০২৪ সালে মার্কিন নির্বাচনের পর ওয়াশিংটন ইউরোপ ও ইউক্রেন থেকে সরে যাবে। ফলে সেসব দেশে তখন ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ দেখা দেবে। আমেরিকা ধীরে ধীরে এশিয়ার দিকে ঝুঁকছে। যা ইউরোপের জন্য বিপর্যয়ের কারণ হয়ে আসতে পারে।

তিনি বলেন, ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ওপর নজর রাখবে যুক্তরাষ্ট্র। তখন ইউরোপের প্রতিরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন কমবে। আর তা পূরণ করতে ইউরোপকে আরও বেশি পদক্ষেপ নিতে হবে।

এদিকে, জার্মানির পাবলিক সার্ভিস কর্মীদের বেতন-বৃদ্ধির দাবিতে শ্রমিক সংগঠনগুলি কর্মদাতাদের সঙ্গে রফায় আসতে পারেনি৷ তৃতীয় দফার আলোচনাও ব্যর্থ হওয়ায় দেশজুড়ে বড় আকারের ধর্মঘটের আশঙ্কা বাড়ছে৷

বেতন-বৃদ্ধির জন্য চাপ বাড়াতে শ্রমিক সংগঠনগুলি বিভিন্ন ক্ষেত্রে ‘সতর্কতামূলক’ ধর্মঘট ডেকে বার বার জার্মানির জনজীবন স্তব্ধ করে দিচ্ছে৷ গত সোমবার দেশজুড়ে পরিবহণ ধর্মঘট সেই সংগ্রামের সবচেয়ে জোরালো দৃষ্টান্ত ছিল৷ কিন্তু তা সত্ত্বেও কর্মদাতাদের সঙ্গে দরকষাকষি করে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না৷

আরো পড়ুন

সংক্রমণ কমতে থাকায় সচল হচ্ছে ইউরোপ

ইউরোপে গৃহহীনদের সংখ্যা বাড়ছে

২০২২ সালে করোনার অবসান হবে আশা করছেন ডব্লিউএইচও প্রধান

অনলাইন ডেস্ক